Wednesday, August 28, 2019

ভালোবাসি


যাপিত জীবনের প্রবহমান নিয়মতন্ত্রে, ওষ্ঠ তাড়নায়
উঠে আসা সন্তর্পি এক নামের ত্রস্ত উচ্চারণ  
মোহিনী সময় ক্রুদ্ধ হলে তা কাল রাত্রির মতই নিকষ
প্রকট বৈরিতা গড়ে দেয় আপন ছায়ার সাথে দ্বৈরথ
তবুও তো মন অবচেতনে তারে আনে ডেকে
নিয়ত বর্তমানে, নামে, ঘ্রাণে স্মৃতির তুমুল আলোড়নে
যৌবনের সবচেয়ে চেনা শব্দ “ভালোবাসি” সবেধন
মনের কোনে পড়ে থাকে পরিশ্রান্ত নৈশব্দ্যে ।
মুঠোফোনে তাড়নাহীন শব্দাঘাতেও নিরব বিস্ময়
নিয়তির আকাশে মেঘ হয়ে জমে এক অভিব্যক্তি
তার পারিভাষিক পরিচয় ভালোবাসা । 

No comments:

Post a Comment