Sunday, November 3, 2019

গন্তব্য

মেয়াদোত্তীর্ণ পথ্যের মত আজো সেবন করে যাচ্ছ আমায়
নিদারুণ দ্বিধায়, কখনবা শূন্য গন্তব্যের সীমাহীন দুঃস্বপ্নে
নিত্যদিনের সন্ধ্যার মত গুমোট অন্ধকার নামল অমোঘ
নিতান্তই বিভীষিকার লগ্ন যপে পরিত্রান চাও প্রতিনিয়ত
দীর্ঘশ্বাসগুলো ভারি করতে চাওনা আর তাই এ উপায়
সত্যগুলো অপ্রিয়তাতেও গেঁথে নেই দ্বিধাহীন, মিথ্যের ভার
নেয়ার মত শক্তি এই স্কন্ধে নেই হে প্রিয়, যতিচিহ্ন দাও
গন্তব্য থেকে অনেক দূরে বিপরীতমুখী আমরা পরস্পর
ক্ষান্তি না দিলে ফিরে আসার পথ আরো দীর্ঘ হবে যে!

No comments:

Post a Comment