Wednesday, September 19, 2018

অবাধ্য অন্ধকার এক


মানবিক প্রনয়ের দৃশ্যায়ন চিত্রপটে
কবেকার তাড়নার প্রকম্পন,
অথচ তুমি আমি আমরা
সময়ের হেলে যাওয়া কায়ায়
খুঁজে নেই অবাধ্য অন্ধকার এক।
সহসা পিছুটান মেলে ধরে শেকড়ের প্রত্যয়।
তুমি আমার প্রিয়া হয়ে
সুখের হিন্দোল তুললে আচমকা।
সেই থেকে অন্ধকারেও প্রেম দীপ্ত।


চুরি সঙ্গম

অতপর এক বিনিদ্র নিকষ রাতের বুকে
অন্ধকারের প্রক্ষেপন
শেষ বিকেলের আলোয় উপচে পড়া সুখের সঙ্গম
দিনশেষে নিয়মের কারায়।
তবু আনমনে বিচলিত রাত্রির কোলে
নিশুতি উন্মাদনায় দুমড়ানো বিছানায়
কামনার শ্লেষে প্রেম তবু উকি দেয়
দূর থেকে দূরে থাকা প্রেমিকের তরে?
নির্ঘুম এক রাত আজ নিরবতার রুদ্ধশ্বাস।
চেনা বিছানায় চুরি সঙ্গম,
তবু ক্লান্তিহীন আরো একটি নতুন ভোরের প্রতীক্ষায়।
নিকোটিনের প্রবল দহন সহসা কুন্ডলীপাকায়
অলিন্দে নিলয়ে।
মুঠোফোনে চেনা স্বর বড়ই প্রেম বিলোবে কাল।

চেনা খাম


মেঘাচ্ছন্ন অম্ভরে রোদ্দুর বড় সংকটে
আচমকা ভ্যাঁপসা এক বিষণ্ণতায় ক্লান্ত হই
নিয়ত প্রেমাচ্ছন্ন ক্ষণ সময়ের মুল্যস্ফিতিতে
নিমেষে হয় পাঁচতারার মোটা খরচ।
অথচ মাসকাবারি প্রেমিকের শেষ সম্ভল প্রেম
শ্বেত শুভ্র রজনীগন্ধারা বাগানেই জীবন্ত
অনায়াসে ছোঁ মেরে বুকে নেই তবু
অপারের প্রেমের আশ্রয়ে সজীব করার প্রত্যয়ে
এরপর নিয়মের খরতাপে রোদ্দুর জ্বলে।
পুড়ে পুড়ে খাক হয় সব।
কবিতার শব্দে তেল ঝলসানো ছোপ ছোপ বিষাদ
কবিতার ছন্দে অনাহুত বাস্তবের শক্ত বেড়ি।
আর সেই রজনীগন্ধা!! অম্লান হয়ে আজো
সুবাস ছড়িয়ে যায় দক্ষিণা জানালায় মুখ করে
দূর থেকে দূরে তার স্পর্শ ছড়ানোর অভীপ্সায়।
চেনা ঘামের ব্যকুল গন্ধের ভিড়েও তুলে নেয় চেনা খাম।
সেখানে একটা চিঠি আছে। লেখা তাতে "ভালোবাসি"