Wednesday, June 25, 2014

অন্ধকারের অতলে কারারুদ্ধ সত্তা


অনন্ত রজনীর অন্ধকারের অতলে কারারুদ্ধ সত্তা
কখনো চৈতালি রোদ্দুর গায়ে মেখে ছিল অবাধ্য রুদ্রময়-
সে আজ প্রহসনের অতীত, রাতের আকাশ উদ্যমের নীল নয়,
গ্লানিময় লজ্জার মুখঢাকা চাদর, বিষাদের সকরুণ আবাস।
শরত শোভিত সকালে কুমারীর নগ্ন পায়ে শিশির-সিক্ত চপলতা
অথবা কাব্যের ঝোলায় লুকিয়ে থাকা গুচ্ছ কবিতাগুলোর
কবির কণ্ঠেই শব্দ হয়ে বিকশিত হওয়ার প্রতীক্ষা,
কখনোবা অপরাজেয় বাংলা থেকে শাটল ট্রেন, কখনোবা
মুক্তমঞ্চ থেকে সাবাস বাংলাদেশ, ছিল তারুণ্যের মিছিল
আর গণসংগীতের উদাত্ত কণ্ঠ, জাগরণের সুর।
চৈতালি বিমোহন অথবা শারদীয় উন্মাদনা থেকে
নিমেষে অভিশপ্ত চিতার অনলে নির্বাণ!
নৃত্যের ছন্দে নারী দেহে কুঞ্চিত বাক, আজকের
সময়ের দংশনে হায়নার চোখে কামাতুর মাংসের দোল!
এখানকার বোধ শিল্পকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বেশ্যালয়ে,
পরকাল ব্যাবসায়ীদের স্বার্থ- অংকিত ক্ষেত্রই এখানে ভুবন।  
তাই এখানে কবিতারা বেড়ে ওঠে না, কবির সত্তা মৃত বলে।
অথচ কবিতার অক্ষরে ছিল বারুদের উত্তাপ,
শিল্পের নন্দনকে শিরস্ত্রাণ করে রচিত হয়েছিল হাজারো প্রেম,
দ্রোহ আর মুক্তির অভীপ্সা- পাণ্ডুলিপির উদরে, রুদ্র চেতনার ঔরসে।
মুক্তি এখানে শৃঙ্খলের আঘাতে বিলীন, ক্রমশ বিক্রীত হয়
স্বার্থের লালসায়, বুলেটের কাছে পরাস্ত হয় কবিতার অক্ষর-
 অনন্ত রজনীর অন্ধকারের অতলে কারারুদ্ধ হয় সত্তা।

Monday, June 9, 2014

দারিদ্র্য

ছিল নাহি মোর রাশি রাশি সোনা কড়ি 
দুয়ারে আমার নিত্য অসীম অভাব
ছিল শুধু মম স্বপ্ন- আকাশ নীলাভ
আজি রিক্ত হাহাকারে এ চিত্ত আমারি।
জানি স্বপ্ন হেথা বিলাসিতা আহামরি
বঞ্চনা ও শূন্যতায় মন সয়লাব
দুঃখ গ্লানিই আজি সঞ্চিত আসবাব,
তিমির ঘুচিয়ে জাগবেকি বিভাবরী! 

সঞ্চিত রত্ন নাহি, আছে স্বপ্ন বিলাস
খ্রিষ্টের মান মেলেনিকো কভু আমার
বিষণ্ণতার গ্লানিময়তায় আবাস।
সান্ত্বনা খুঁজি- কেটে যাবে সব আঁধার 
বিলাসিতা তবু স্বপ্নই মম নিঃশ্বাস
আসবে ঐ সুদিন, স্বপ্ন গড়ি আবার।

Tuesday, June 3, 2014

পৃথিবীর বয়স বেড়েছে ঢের

 
পৃথিবীর বয়স বেড়েছে ঢের
অন্ধকারের অতল নিমজ্জনে মুমূর্ষু সময়-
নিমেষে ধর্ষিতা হয় বারংবার অনাসৃষ্টির গ্রাসে,
দলিত মথিত ধূলিধূসরিত সময় লুটিয়ে পড়ে শক্তিহীন হয়ে
মুহূর্তেই অসহায় সম্ভ্রম  সপে দেয় নির্মম অসুরের হাতে ।
পৃথিবীর বয়স বেড়েছে ঢের, জরাগ্রস্থ হয়ে যযাতির দশা 
বার বার সময় প্রতারিত হয়েছে আশ্রয়হীন অষ্টাদশীর মতো
প্রতারক প্রেমিকের মিথ্যে স্বপ্নের অভীপ্সায়- 
ভোলগা থেকে গঙ্গা, অরোরা থেকে মিসিসিপি সর্বত্র। 
সময় ভ্রষ্ট হয় আর বসন্তরা জেগে ওঠে না আর -
ঝরা পাতার অবসানে নতুন পত্রপল্লবের সবুজ ঈর্ষায়। 
সময় আজ তার অন্তর্বাসও ধরে রাখতে পারেনি 
তাই জরাগ্রস্ত পৃথিবী শুনেছে লাঞ্ছিতের আর্তচিকার
অথচ চারিদিকে জয়জয়কার দেখেছে 
অন্ধকারের বিকট হাসির।সময়ের জারজ সন্তান সভ্যতারা 
তাই পিশাচ আরাধনায় মত্ত,পৃথিবী নির্বিকারে
তার শিরস্ত্রাণে বয়ে বেড়ায় নির্লজ্জতার  তিলক-
পৃথিবীর বয়স বেড়েছে ঢের।

Sunday, June 1, 2014

গুরুস্তুতি


আমি দ্রোণাচার্য কিংবা অগ্নিদেবকে দেখিনি,
 দেখিনি ইন্দ্রের মহাশক্তি  
কিংবা পাইনি কখনো অপরাজেয়
 কোনো দিব্য গাণ্ডীব ধনুক ।
পেয়েছি কেবল মুক্তির শানিত অস্ত্র
 তথা  সত্য অনুসন্ধানী যুক্তি
প্রাপ্তি মম তব কৃপা তরে,
 এ সত্য বসুধা জানুক।

দিকে দিকে আজি ধ্বনিত হোক 
তোমারি মহিমা কীর্তি
যুগে যুগে আজ রচিত হোক
 তোমার অমর নাম,
তুমি মহতি , আরাধ্য তুমি ,
 মনুষ্য দেবমূর্তি
চিত্তে আমার দেবস্তুতি,
 গুরু তোমায় প্রণাম।