Wednesday, August 28, 2019

তুমি


কান পেতে শোনো, বুকের ঠিক মাঝখানে ঝুঁকে এসো
স্পন্দন শুনছো? ঘড়ির কাটার মত টিকটিক বাজছে
অনায়াসে সময়ের সাথে সমান্তরালে ছোটে অস্থিরতা
হাতড়ে বেড়ায় প্রতিনিয়ত ঈপ্সিত কোনো নির্মল হাসি
বর্তমানকে সঙ্গী করে অতীতের অজানা অধ্যায়কে
জয় করার বিমোহিত সুখে পরিপ্লুত হৃদয় স্পন্দিত ।
সময়ের ভ্রুকুটিকে তুচ্ছ করে অন্বেষিত প্রাপ্তির সুখ
অতলস্পর্শী বারিধির মতই গভীর অথচ স্বচ্ছ ।
জীবনের তৃপ্ত অনুষঙ্গে, ধমনীর বিস্তৃত পথে পথে
সমস্ত পৃথিবীর সব রঙ নিয়ে তুমি বর্ণময় প্রেম।

No comments:

Post a Comment