Wednesday, February 6, 2019

অচ্ছুৎ প্রেম

একদা অঘ্রাণে কবেকার কবিতার শব্দ ধুলোয় গড়ায়
সময় তো কাটে বেশ, কে বা পায় এতটা! তবু কেন ব্যকুলতা
কিছু প্রেম শব্দ হয়ে লুটায় লোভাতুর ভুলের অপরিণামদর্শিতায়
এরপর বসন্ত এলে সবুজের সমারোহে ভুলে যায় ভুল।
সেই থেকে আবার জন্ম হয় কবির, অংকুরিত শব্দও
ক্ষীণকায় ব্যকুলতায় অর্জুনও কি পারত হতে অকুতোভয় গাণ্ডীবধারী?
আজকের দ্রৌপদী বড্ড বেশী বাস্তব। অগ্নীশ্বর মহিমায় তেজস্বী।
নিদ্রাহীন রাত্রির পরে উঁকি দেয়া ভোর বড় বিভোর?
বিষণ্ণ সংকেতে সাইরেন বাজায় কদাকার বাজখাই সুরে অবিরাম
ভয় কেন? আসবে সে দূরবর্তী পারস্পরিকতার অবসানে
যতটুকু প্রাপ্তি সে বড়ই প্রাচুর্য্য, তা-ই নিয়ে প্রেমের শব্দ অনিমেষ
এখানেই শেষ নয়, ভাবনার গ্রথিত শব্দরা বিবর্ন থাক,
আপাতত কবি ঘুমে যাক, স্বপ্নে তবু এসো অকৃপণ
উচ্চারিত শব্দের বিস্ফোরিত বিশ্বাসে অটুট প্রেমের মতই অম্লান।   

No comments:

Post a Comment