Wednesday, May 4, 2016

দীপান্বিতা



টেলিফোন রিসিভারে চুপি চুপি তুমিময় সব প্রেমের শব্দাবলী দীপান্বিতা  
বর্ষার রাতে ঝিরিঝিরি বৃষ্টির সমবেত কোরাসের অপার্থিব আবহ
আলোর আবেশ ছড়িয়ে দীপ্ত করতে অন্ধকারের দুর্বোধ্য আহংবোধ।
আর কবি আনমনে শব্দ বুনে যেত কণ্ঠে, জীবন্ত প্রেমের কবিতায়।
কফির পেয়ালা নির্জন পড়ে থাকে আজ আমারই মতো, অপার শূন্যতায়
টেলিফোন রিসিভারে থমথমে নৈঃশব্দ্য, কবিতায় প্রেমের নিথর কঙ্কাল।

রাত্রি বাড়ে দীপান্বিতা, অন্ধকার গভীর হয় হৃদয়ের ক্ষতের মতো
বরষার মেঘ আছড়ে পড়ে বালিয়াড়ি প্রেমের প্রচ্ছদে কান্নার বৃষ্টি হয়ে।
কুঁচকানো কাগজে মোড়া স্বপ্নগুচ্ছ আর চৈতালি ঘ্রাণে তোমার ঘর্মাক্ত বুক
লুটিয়ে পড়ে নিমেষে স্বপ্নভূকের বীভস কামনায়, জড়তার অনিমেষ শ্লেষে।

দীপান্বিতা, দুঃস্বপ্নরা বারেবারে ফিরে আসে অন্ধকারে তোমারই মতো
আজো ছুঁয়ে যায় নিদ্রা, নিবিড় আলিঙ্গনে। প্রত্যহ আবেশে কবিতারা
ধরা দেয় তোমাতে ব্যস্তময় দিবাবসানে, কফির পেয়ালায়, ইজি চেয়ারে
সময়ের তৃপ্ত স্বান্তনায়, দীপান্বিতারা এখনো মাঝে মাঝে কবিতা পড়ে।