Sunday, August 18, 2019

প্রিয়তা

বাহারি কল্পে বিশদ স্বপ্ন প্রায়সই রঙ্গীন হয়
সঙ্গীন সাজায় নিত্য দিনের সাত স্বরলিপি 
শেষ বিকেলে সহসাই ছুটবে আপন নীড়ে 
সাঙ্গ হবে  আলোর শতদল, তিমির রাত্তিরে।
যেন অজস্র অভিমান কোরাস গাইবে আজ
বদলানো পটভুমি সাক্ষ্য দেয় অসার ভ্রান্তির,
সেই যে সমাজ তুলেছিলো ভসনার আঙুল 
জানি সে দায় আমারই, ভয় মেলে প্রশাখা
রাগতঃ মুখের গভীরে এক অসমাপ্ত জিজ্ঞাসা
সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে পদ্মফুল হাতে
কেউ এক প্রতীক্ষিত রবে প্রিয়তাকে চেয়ে।
অজস্র ভ্রান্তির পর ক্লান্তিহীন আবেশে অজড়
তাহারেই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।

No comments:

Post a Comment