Sunday, February 25, 2018

খুনসহস্র রাত্রির ঢেউখেলা অববাহিকায় একরাশ দীর্ঘশ্বাস জমে
প্রতীতি কেবল বেঁচে থাকা, শোকের জাল বোনা মাকড়ের স্তুপ।
নিরন্তর অন্বেষক হয় অশরীরী যাতনারা একটু বিশ্রামের
তবু অদ্ভুত এক জীবনানন্দীয় অন্ধকার জমা হয় অভিমানে।
চেনা সুরে ধরা পড়ে ভুলে যাওয়া গানের অন্তরার যবনিকা,
ওঠো তবে, যাত্রা হোক শুরু। নৈমিত্তিক নিয়মের খোলস ভেঙে।
কি জানি! বাধ সাথে কবেকার কোন চেনা ডাক- প্রবল আড়ষ্টে,
শেষ রাতে তার হাতে দেখেছিলাম রক্তের তুলি, খুন হই অগত্যা।

দুঃখ বিলাসসকাল গড়ায়ে মধ্য দুপুর
কাঠফাটা রোদ্দুরে
সঙ্গহীন এই দুঃখ বিলাস
নীল বেদনার সুরে।
কোন সে দূরে রঙ্গন কুটির
চৌতলা বাতায়নে
আর্তি কি মোর পৌঁছবে তাঁর
ব্যাপৃতি সায়নে?

পথের বাঁধন


আজকে মোরা বাঁধনহারা সিক্ত পথের বাঁকে
ওই দেখো চেয়ে যুগল ছায়ায় স্বপ্ন ছবি আঁকে
বৈশাখেরই রুত্র তাপেও শীতল পরশ হিম
প্রাণ ছুঁয়ে যায় স্পর্শ তোমার বৃষ্টিতে রিমঝিম
উড়ছে তোমার প্রেমের আঁচল দুষ্ট সমীরণে
আলোর খেয়া আসল ভেসে দূর আকাশের কোণে
নাইবা এলো সম্ভোগে সুখ লৌকিকতার ভিড়ে
ফুলেল সুবাস জাগিয়ে দিল মৌন অবনীরে
হঠাৎ করেই শব্দরা সব প্রেমের কাব্য হয়ে
এক নিমেষে প্রাণ ফিরে পায় সুখ-সারথি লয়ে
প্রভাত এলো শুভ্রতারই স্নিগ্ধ আবেশ জুড়ে
কৃষ্ণচূড়ার লাল আবিরে, রঙিন প্রেমের সুরে
জৌলুস ভরা পার্থিবতা নাইবা দিল ধরা
নাইবা এলো দুহাত ভরে দুর্লভ রত্নরা
অবহেলে যাই বিত্তে যে সুখ, চিত্ত ভাসুক সুখে
লিখে যাই সদা হাসি পাই খুঁজে তোমার কোমল মুখে
বন্ধনহীন তবু বাঁধনে মোদের দুটি চিত্ত
মোরা অফুরান গেয়ে যাই গান, শব্দরা করে নৃত্য