Sunday, August 27, 2017

অন্তহীন



কতকাল বয়ে গেছে নীরবে অনাহূত সব ভুলের গল্পে
ক্রমেই বিলীন হই অন্ধকারে, স্বেচ্ছা নিমজ্জনের কল্পিত সুখে।
পেছনে তাকালে পরে কিছু চেনা মুখ, চেনা চেনা শব্দ,
চেনা কিছু অধিকার আরও, শহুরে বাতাসে অবিশ্বাসের বিষ।
প্রত্যহ সঞ্চিত ব্যথা নিয়মের শ্লেষে জমা পরে অবিরাম
মেঘ কেটে গেলে আকাশে মাথা গুঁজবে বিদীর্ণ নীল
তুমি তখন শব্দের পাহাড়ে শব্দ গেঁথে জীবন্ত এক উপন্যাস।
নিভৃতে ঠাই পাও মনের সবটুকু স্থান জুড়ে, অপরাধবোধে।
আসলে থমকে গেছে হাকাল, তোমাহীন দহন জ্বালায় ।
প্রেমাংশুর রক্তে লাল হয়েছে দেখো খোঁপায় গোঁজা গোলাপ
অথচ ভোরের ঈপ্সিত সুখে তুমিই গোলাপ ছিলে কতকাল।
শৃঙ্খলিত শব্দের কুণ্ঠা ভেঙ্গে বেশ তো সরব ছিলে প্রেমে
প্রথাহীন তুমি আমি নতুন দিনের নতুন কোনো ভোর,
অনন্ত ভ্রমের কুহকী সুর অনুতাপে খুঁজে নিক বাস্তবতা
জানোইতো দগ্ধ দুপুর গুলো আমার মনের মতই বিষণ্ণ।
আর শেষ বিকেলের আলোয় তুমি কেবল রাত্রির প্রতীক্ষা।

Monday, August 21, 2017

অতঃপর প্রস্থান


এমনি করে কেটে যাবে সময়ের চক্র,
দূরে আমি দূরে তুমি,
কাছাকাছি শুধু অনাহুত যাতনারা।
ঢেউ তুলে যায় অবিরাম বোধন,
কিছুবা তৃষিত কামনা।
অধরাই রবে, যত দিন যাবে-
কিছু বিচ্ছেদ নীল নয়।
রামধনুর সাতরঙা সুরে রঙিন হয়।
অত:পর দিবাবসানে একাকী একাকিনী হয়ে
ঘুমের ঘোরে স্বপ্ন সংগম,
শোনো তবে শেষ রাতে ফুরোলে চৈত্রী
তুমিও তখন নিশ্চল স্বপ্ন
আধোঘুমে বয়ে চলা শব, অতঃপর প্রস্থান ।
সকাল হলে মুখোমুখি কফির কাপে
দূরে আরও দূরে কয়েকটি জোড়া কবিতায়
তুমি আর আমি, বিচ্ছেদে।

Wednesday, August 16, 2017

যুগলবন্দী



মনের ছোঁয়ায় আমরা যবে
হলাম যুগলবন্দী
দুঃখরা সব অতীত; হলো
সুখের সাথে সন্ধি।

গড়েছি পুণ্য প্রেমের ভুবন
প্রেমকে করেছি অর্ঘ্য
পুণ্য প্রেমে সিক্ত মোদের
ধরণী হয়েছে স্বর্গ ।

তোমার মাঝেতে খুঁজি আপনেরে
সুখের প্লাবনে ভেসে
মৃত্যুরে সদা তুচ্ছ করি
তব মুখো পানে হেসে।

হৃদয় জুড়ে পরস্পরে
প্রেমের স্পর্শে শুচি
লৌকিকতার নির্বাণে মোরা
দুঃখরে দেই ঘুচি।

হয়তো মোরা নিজেদের ক্ষতি
এনেছি ডেকে নিজেই
সব প্রথা আজ মুছে যায় যাক
সিক্ত প্রেমে ভিজেই।

হিংসা দ্বেষে অবনী যবে
ক্রমাগত নতজানু
আমাদের প্রেমে আলোক মিছিলে
দীপ্ত হয়েছে ভানু।

আমি তুমি আজ নিজেদের মাঝে
মিলে মিশে একাকার
ছিন্ন করবে এ বাঁধন মোদের
স্পর্ধা আছে বা কার!





Wednesday, August 9, 2017

ভ্রম



অবারিত জ্যোৎস্নার ঢলে আমার রাত্রি মাহেন্দ্র নয়
কবিতার বুকে চেপে আছে ভারী কিছু দীর্ঘশ্বাস।
নির্লজ্জ কষ্টগুলো কেবল অশরীরী সঙ্গ দেয় অবিরাম।
নিকোটিন সর্বস্ব ফুসফুসে হয়তো বিষাদের পুরু আস্তরন
এরপর নৈঃশব্দ্য জমে একাকী কবিতার প্রতিটি অক্ষরে।
প্রতিমুহূর্ত তাড়া করে বেড়ায় অজানা কোনো ভয়
তোমার রাশভারী হেলায়, অনির্বাণ ঘৃণায় আমি চিত্রিত। 

ক্যালেন্ডারের পাতায় পাতায় তবু প্রতীক্ষায় দিন গুনি
আসন্ন রাত্রি যেন অনুরাগের তৃষিত চন্দ্রমল্লিকা,
জানি সব ভ্রম, সময়ের ক্রোধে তুমিও খুঁজে নেবে
অন্য কোনো আস্থার বুক, অন্য কোনো শরীরী ঘ্রাণ। 

একদিন থেমে যাবে ঝড় সুখ প্রহরের দূর্বার আগমনে  
তোমার প্রতীক্ষিত হাসি জমা থাক সেদিনের তরে  
অন্য কোনো গল্পে ভাস্বর হবার আড়ম্বর আয়োজনে।
আমার প্রতীক্ষা জানি রয়ে যাবে সতত শাশ্বত,
তুমিও তৃপ্তির হাসি হেসো ভালো থাকবার বিজয়ে।