Tuesday, August 6, 2019

তুই


ভীষণ রকম এক অদ্বিতীয় সত্ত্বার মূর্ছনা তুই, অনির্বান প্রাপ্তি
যৌবনের মধ্যগগণে অসমাপিকা বহু বোধের অভিষিক্ত সমাহার।
জানি জীবন তার আপন কক্ষপথে সরল করে নিতে চায় সব  
প্রাপ্তির বর্তমানকে চড়ামূল্যে হলেও ধরে রাখতে সে বদ্ধপরিকর
জানিস তবু? কিছু প্রাপ্তির হিন্দোল কিংবদন্তী আর কালোত্তীর্ণ,
বিগত কিংবা অনাগত সময়ের শেকলে তার সরলীকরণ হয় না।
লঘু সমীকরণে খুঁজে নেয়া লক্ষ্যে-পথের কাঙ্ক্ষিত উত্তর তুই ।  
সবকিছুর প্রতিস্থাপন হয়না। কিছু সত্ত্বা দুর্লভ হয়, প্রতিক্ষিত হয়,
নয়ত অভিধানে অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব শব্দগুলো কত্থেকে আসত বল?

No comments:

Post a Comment