Thursday, June 27, 2019

বিষণ্ণ দুপুর


অনুগ্রহে অকিঞ্চিৎ সমাবেশ গড়ে অধরা বিস্ময়ের সুর
অনাদিকাল ধরে লালিত সত্ত্বার আচমকা বহির্মুখী বিচ্ছুরণ  
অপার আলোয় জমানো আকুতিতে সুখ ছুটছিল বেপরোয়া
মধ্যপথে ছন্দপতন! জীবন তবু অন্বেষণে রয় স্থিতির।
দুপুরের ভাতঘুমে তৃষিত ক্লান্তি মাঝে চেনা এক ঘ্রাণ
দ্বৈরথে থাকো ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে, গড়ে দিতে অতল বিস্মৃতি।
শত শত কবিতার অক্ষর জুড়ে নেমে আসে অন্ধকার
শহুরে রাস্তার পীচে পীচে পদাঘাত করে যায় বিষণ্ণ দুপুর  
বাজার অর্থনীতি কবির ঝোলা ব্যাগ কেড়ে নিয়েছে কবেই
অসহায় পড়ে থাকা শব্দরা তবু আজো কবিতা হয়
পাণ্ডুলিপির বক্ষতল ভুলে, ছড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস প্রদাহে।  

Sunday, June 2, 2019

ভেজা দুপুর


প্রসন্ন দুপুর এক আদ্র বর্ষা ছাটে, থাইগ্লাস চুয়ে নামা চলিষ্ণু জলজ রেখা
এরপর মেঘগুলো সহসাই ফেনীল হয় আত্মদম্ভে, জমে থাক কিছু শব্দ।
এই পথে জমে ছিল সবুজের নুড়ি,শব্দরা অধিকারে স্থান নিত কবিতায়।
বছরান্তে কোনো এক পৌনঃপুনিক ধারায়, লুকোনো বোধের স্পর্ধিত আর্তি-
খেয়ালী আদ্র বরষায় অভিমানী শব্দরা রূপ নেয় ব্যথার কবিতায়
প্রেমট্রেম নিয়ে কি সব আড়ষ্টতা! উত্তরহীন কিছু জিজ্ঞাসা ঘুরপাক খায়।
দমে যাওয়া স্পর্ধায় কোনো টোটকা এসে প্রাণ দেয়নি আচমকা বিস্ফোরণের
অথচ অশরীরী অন্ধকার এক, মৌন দুপুরে মেঘের ভেলায় উড়ে আসার ইচ্ছায়
খুব বিহ্বলতায় আজ বলি যদি সে এক প্রাণ যে জীবনের মতই অনিবার্য
কেটে গেছে অযুত রাত্রি নির্ঘুমতায়, শহুরে রাস্তার ক্ষত বুকে মলিন ক্লেদ
আসছে দিনে মেট্রো রেইল চলবে, একদা হুডতোলা রিকশায় আদ্র বরষায়
এই পথ ধরে মুঠো মুঠো প্রেম অলিতে গলিতে হারিয়েছিল তেইসের মোহনায়।