Thursday, July 30, 2015

মুক্ত হোক প্রেম


অতঃপর দৃপ্ত পায়ে এগিয়ে চলা অনির্বাণ
অচ্ছুতের গ্লানি গায়ে নিয়ে আর মূর্ছা নয়
লাঞ্ছনার যাতনা প্রদীপ্ত করুক কুণ্ঠার অন্ধকার
এগিয়ে চলি অদম্য, দ্রোহের শাণিত চেতনায়-
মহাকালের শৃঙ্খল ভাংতে, তবু মুক্ত হোক প্রেম।

Thursday, July 23, 2015

বিত্ত


থাকলে টাকা বাড়বে বড়াই
কথায় কথায় ঠাট মেরে যাই
সবটা আমার হবে।

অর্থবিত্ত মানেই যে সব
অহংকারের জোর কলরব
বিত্ত মাঝে যবে।

টাকার জোরে প্রাপ্তি এলে
জগতটাকে মুঠোয় পেলে-
সালাম ঠুকোয় সবে ।

সব কি তবু টাকায় মেলে
টাকার জোরে সবতো পেলে
কিছু আছে বাকি ভবে।

প্রেম তো কভু মেলেনা বিত্তে
যদি না সে কড়া নাড়ে এ চিত্তে
জেনে রেখো সখা তবে ।

Wednesday, July 22, 2015

তোমার দেখা পাবো তাই


তোমার দেখা পাবো তাই এলোমেলো শব্দেরা  সুবিন্যস্ত হল কবিতায়
শত শত কবির কলম ফুঁড়ে অগোছালো ভাবনারা তৈরি করলো প্রেমের গল্প।
তোমার চাহনির উত্তাপে ভস্ম হতেও প্রবল ইচ্ছে জাগে উন্মাদ কবির।
স্পর্শের স্পর্ধা নাইবা আসুক দূর থেকেই নিংড়ে নেব তোমার স্নিগ্ধ নির্যাস।
তোমার দেখা পাবো তাই কফির পেয়ালায় চুমুক দিয়েই রজনীর জাগ্রত আলিঙ্গন
স্ট্রীটে স্ট্রীটে ছড়িয়ে পরা দ্রোহের ফুলকি আজ সানডে বলে নিভৃত হয় প্রেমে।
তোমার হাসির চপল ছন্দে সহাস্যে প্রাণবন্ত হয় ফাঁসির আসামী , গিলোটীনে।
তোমার আহ্বান নাই বা আসুক তবু ইচ্ছেরা ডানা মেলুক প্রাণে, প্রেমের উষ্ণতায়।
পঁচাত্তরের নকশাল কিংবা সর্বহারারাও মার্ক্স-লেনিন ভুলে প্রতীক্ষায় তোমায় দেখার
তোমার দেখা পাবো তাই, জেল পালানো  কয়েদীও যাত্রায় বিরাম দেয় অপলক।
স্পর্শে নয় , হয়তো কেবল দেখা আর কল্পনাতেই জীবন্ত তুমি , তুমি অতুলনীয়া ।

Monday, July 20, 2015

বিবর্ণতার রঙে

অসীম অন্ধকারের অতল গহীনে শুনি নিঝুম নিরবতার অনন্ত সুর
পরে আছে অজানায় তাজা গোলাপের তৃপ্ত সুবাস, নির্জল পাপড়ি আজ।
মৃত কবিতার অক্ষরগুলোতে আজ সময়ের কীট । বিগলিত শবের মত
এবড়ো খেবড়ো থেবড়ানো বীভসতা বাড়ে অন্ধকারের বিকট আলিঙ্গনে।
তুমি অপেক্ষায় থেকো, হাতে নিয়ে গরম কফির পেয়ালা, নীল শাড়িতে
প্রাঞ্জন থেকো উদাস বিকেলের নির্মল ভাললাগায়, বারান্দায় ইজি চেয়ারে।
আমার কবিতারা পরে থাকুক  নিথর জড় কুঁচকানো কাগজের বুকে।  
স্বপ্ন এঁকো অনিমেষ, নিরালায় অন্য কোন শার্টের বোতামে নাক গুঁজে,
অন্য কোন পুরুষালী ঘ্রাণের মাতাল উষ্ণতায়। আদিম প্রেমের উল্লাসে-
অবিরাম ঝড় তুলে অসহায় বিছানায়,নিশ্চয়তার নিশ্চিন্ত নির্ভার সত্ত্বায় ।
অশরীরী অস্পৃশ্যতায় বিলীন হই আমি কখনো ঘৃণায়, কখনো হেলায়
কখনবা অনুতাপের শীতল অনুরাগে অথবা বিবর্ণ বিস্মৃতির কোলে লীন।
সকালের তাজা গোলাপ নতুন করে প্রাণ পাক তোমার নতুন স্পর্শে,
হয়তো আমিও তোমায় ছুঁয়ে যাব গুড়ি গুড়ি বৃষ্টির বিরক্তি হয়ে, হেলায়
তুমিও আবার নিজেকে গুঁটিয়ে নিয়ে আদ্র হবে অন্য শরীরের উত্তাপে।
অন্ধকারের তিমির আবরণে আমার কবিতাও আমার মত অতীত।
শব্দ গুলো প্রেমহীন হারিয়ে যাক বিবর্ণতার রঙে, নিথর শূন্যতায়।

Thursday, July 16, 2015

শোক


অবিরাম অনিমেষ সয়ে যায় প্রাণ
কিছু শোক যাতনা, কিছু অভিমান
সময় চলেছে বয়ে আপন ধারায়
সহসা এ তনুমন অকুলে হারায় ।
কিছু স্মৃতি কিছু কথা কিছু কিছু ভুল
দোলা দেই আজো প্রাণে, শোধিতে মাশুল।
তবু হায় কাননেতে মৃত ফুল ঝরে
চাঁদ কবে গেছে ডুবে অনামিশা পরে।
কুঞ্চিত ইচ্ছায় ভয় দেয় হানা,
ওঁত পেতে পরাজয়, গ্লানির বাহানা।
ব্যথাতুর মন কাঁদে বিরহের সুরে
তীর ভাঙ্গা ঢেউ বহে মম বুক জুড়ে।
কোন সে কবেকার ফেলে আসা গান
চাপা পরে বেদনায়, দুঃখে হয় ম্লান।