যৌবনা তপ্ত অহ্নের মধ্য ভাগেও আবছায়া অন্ধরারের অনিমেষ মাতম
দর্পে দর্পে অদ্ভুত আঁধার এক কালোর সমারোহে উল্লাস করে নিত্য।
প্রচ্ছন্ন হিমবাহে উষ্ণতার আলতো অভিলাষে প্রতিধ্বনিত হয় নীল বর্ষা
শব্দেরা অনুরাগের জাল বোনে, আড়ালে থাকে নিঃশব্দের প্রেতায়িত স্থিতি।
যুগপৎ আবেগের রোমাঞ্চকর বিন্যাসে অন্তহীন আলো আঁধারী উপাখ্যান,
হিমায়িত রাত্রির কাংখিত বাসনায় বিলোনো উত্তাপ কখনো যন্ত্রনারও।
অথচ ভাগ্যের অমোঘ রাত্রির মত শাশ্বত বোধে তোমারই উপস্থিতি-
সেই এক বড় পাওয়া, উচ্চকিত গর্বের অবিরাম ফণা অবদমিত নয়।
চোখ কান নাক কিংবা শরীরী অন্যসব সত্ত্বায় ভিন্নতা কম হয় জানি
হৃদয়ে লালিত পূত ঘ্রাণ ছড়িয়ে যাও ইন্দ্রিয় ছাপিয়ে, অবিচল অনন্যতায়।
শাশ্বত তুমি সীমাহীন রাত্রির মাঝেও বেঁচে থাকার চন্দ্রালু তৃপ্ততা,
তাই শব্দরা থেমে যাক অবিনাশী রাত্রির নৈশব্দের মত, তবু তুমি স্তুতিময়।
দর্পে দর্পে অদ্ভুত আঁধার এক কালোর সমারোহে উল্লাস করে নিত্য।
প্রচ্ছন্ন হিমবাহে উষ্ণতার আলতো অভিলাষে প্রতিধ্বনিত হয় নীল বর্ষা
শব্দেরা অনুরাগের জাল বোনে, আড়ালে থাকে নিঃশব্দের প্রেতায়িত স্থিতি।
যুগপৎ আবেগের রোমাঞ্চকর বিন্যাসে অন্তহীন আলো আঁধারী উপাখ্যান,
হিমায়িত রাত্রির কাংখিত বাসনায় বিলোনো উত্তাপ কখনো যন্ত্রনারও।
অথচ ভাগ্যের অমোঘ রাত্রির মত শাশ্বত বোধে তোমারই উপস্থিতি-
সেই এক বড় পাওয়া, উচ্চকিত গর্বের অবিরাম ফণা অবদমিত নয়।
চোখ কান নাক কিংবা শরীরী অন্যসব সত্ত্বায় ভিন্নতা কম হয় জানি
হৃদয়ে লালিত পূত ঘ্রাণ ছড়িয়ে যাও ইন্দ্রিয় ছাপিয়ে, অবিচল অনন্যতায়।
শাশ্বত তুমি সীমাহীন রাত্রির মাঝেও বেঁচে থাকার চন্দ্রালু তৃপ্ততা,
তাই শব্দরা থেমে যাক অবিনাশী রাত্রির নৈশব্দের মত, তবু তুমি স্তুতিময়।
No comments:
Post a Comment