মায়াবী
রজতসুধায় অক্লান্ত আরক্তি আর তীব্র মোহনসুখ
অবিশ্রান্ত
উপস্থিতি তোমার, অনিমেষ জেগে উঠি প্রাণোচ্ছ্বল।
সবকটি
অক্ষর ব্রতী হয় কোমল ওই স্নিগ্ধতার পরশসুখে
দহন
জ্বালা মুহূর্তেই হয় পীযুষ তৃপ্তি যদি
তুমি হাসো!
মেনিমুখো
গদগদে প্রেমালাপ ভাবছো? তুমি বিশেষনের ঈর্ষা
ভীষণ এক
ছন্দাবৃত সুন্দরের অপরূপ স্বচ্ছ প্রকাশ তুমি,
নিস্তরঙ্গ
মরা নদীর ভরা যৌবনসুখে উত্তাল স্রোত ওই স্পর্শে
আমি
জানি, আমি জানি, আমি জানি, এ যাতনা মোহ নয়
কিছু
উপস্থিতির প্রতিস্থাপন নেই, অবিচল অনিবার্যতায় স্থির
নয়ত
কবিতারা থেমে যাবে, অবিনশ্বর সুন্দরে বেঁচে থাকবে
যাতনার
উষ্ণ হেমে, স্নিগ্ধ পবিত্রতায়, সুন্দরের সবকটি বোধে।
No comments:
Post a Comment