Sunday, December 20, 2015

গতিময় মোহনায়



ধীর লয়ে বইছে সময়
কখনো গায়ে মেখে প্রখর রুদ্র উত্তাপ
ধরিত্রীর উষ্ণ অনুরাগে,
কখনোবা সাথী করে নিকষ অন্ধকার
নিমজ্জনের শীতল বিরাগে।
অশরীরী ধূপছায়ায় আবহমান।  
নির্মোহ দিনাতিপাতে কখনো
তেড়ে ওঠে উম্মাদনা,বাসনার হিন্দোল
ঢেউ তোলে চিত্তের তটিনী পরে।
বিস্মৃত সুখও কিছু উঠে আসে  
অপার যাতনার কঠিন পৃষ্ঠ ভেদে।
সময় বয়ে চলে অনিমেষ,
জাগ্রত ক্ষণের রঙ্গিন আবেশে,
কখনোবা অন্ধকারের নির্লিপ্ততায়।
গতিময় মোহনায়।


Monday, December 7, 2015

হালের হাওয়ায় লীন



হালের হাওয়া তাল বাজিয়ে
চলছে মহাকাল
দেখছি বিশ্ব দেখছি সমাজ
আমরা পঙ্গপাল ।

যুদ্ধ লাগুক লাগুক আগুন
আমরা আছি বেশ
কিসের জরা কিসের খরা
দেয় না নাড়া লেশ।

শান্তিকামী আমরা সবাই
মুখ বুজে সব সই
সময়টাকেই ভাগ্য ভেবে
নিত্য যে চুপ রই।

এই যে মানুষ মরছে কত
দগ্ধ অনল বিষে
আহা উহু মোর প্রতিবাদ
রক্ত স্রোতে মিশে।

লৌকিকতা জয়জয়কার
আমার তেজে বহে,
চোখ বুজে থাক, এই প্রতিবাদ
মোদের জন্য নহে।

লাঞ্ছিত হই, লুণ্ঠিত হই
মেনে নেই মোর ভাগ্য।
সান্ত্বনা হয়ে রয় যে বিলাপ
সহ্যই আরোগ্য।

পিঠ দেখানো রাস্তা ধরে
পরের দিনটি শুরু।
পত্রিকাতে চোখ ডুবিয়ে
কুঁচকানো থাকে ভুরু।

শান্তিপ্রিয় সুশীল মোরা
নিত্য কাটাই দিন।
মিছিল স্লোগান ইতিহাস হয়ে
হালের হাওয়ায় লীন।

আরেকটি নীলের প্রতীক্ষায়



বারুদের আবরণে ঢাকা আকাশ
কালো মেঘের পরিচয়ে প্রতীক্ষারত,
অগ্নিবৃষ্টি হয়ে ঝরবার।
এখানে আকাশ আজ আর নীল নেই
মুক্ত বিহগের তাজা রক্ত
একে রক্তাক্ত করেছে বারবার,
আমরাও এই রক্তাক্ত আবরণকে
আবীর ভেবে মেতেছিলাম অন্ধ প্রমোদে।
মহাকাল অসহায় মেনে নেয়
রক্তাক্ত উল্লাস, বয়ে নিয়ে আপন ক্ষত।
আজ তাই বিছিয়ে বিলাম বারুদের স্তুপ,
আরেকটি নীলের প্রতীক্ষায়।