Monday, August 18, 2014

দ্রোহের কাব্য



যতই শব্দ-ছন্দ সাজাই
কাব্য কেন আসছেনা ছাই...
ছন্দরা সব দ্রোহেই মত্ত
আসবেনা তাই প্রেম তত্ত্ব।
সময় এখন স্রেফ শ্লোগানের
সময় কোথায় গল্প গানের
মেনিমুখো ভীরু প্রেমিকরা সব
দ্রোহের ছন্দে হচ্ছে সরব।
তরল প্রেমের কাব্য ছেড়ে
মুক্তির সুর শুধু খুঁজে ফেরে,
আকাশে বাতাসে দ্রোহের সানাই
প্রেমের কাব্য আসছেনা তাই।

Saturday, August 9, 2014

মুক্তি অথবা মৃত্যু



দ্রোহের বৈভবে ভস্ম  নিমেষে ভীষ্মের দিব্য শক্তি
সীমার ওপাশে বারংবার মুক্তির ক্রুদ্ধ হুংকার
রণেতে বিপ্লবের শিরস্ত্রাণ আর মুক্তি- চেতনার গাণ্ডীব
শোষণের বিরুদ্ধে উঠিত কণ্ঠের দৃপ্ত শ্লোগান যেন
কুরুক্ষেত্রের ঝংকৃত দুন্দুভিনিনাদ, মহাযুদ্ধের আওভান।
আছে মৃত্যু শোক, আছে আবহমান বঞ্চনার ক্রন্দন
তবু এ বিলাপ সহস্র বিপ্লবীর রুদ্র চেতনার অঙ্গিকার,
মুক্তি অথবা মৃত্যু, শোষণ কিংবা সাম্য।