Wednesday, August 26, 2015

Assemble thought


Infidelity spreads with a deep dark
Mind succumbs to a depressed arc
After a long, times become void
An ablution on a inanimate bed.

প্রাণহীন কায়ার গহীনে


অন্ধকারের উদোম বক্ষে
আমি আর কিছু দুঃস্বপ্ন,
হাতড়ে হাতড়ে সীমাহীন বিকটতা
আর নৈরাশ্যের ভ্রুকুটি বিনা-
অবশিষ্ট শূন্য।

যেন মহাকাল সারথির প্রবল আলিঙ্গনে
আস্টে পিষ্টে আমি স্মৃতির গলিত নিথর কায়া,
অক্ষিকোটরে প্রবল ঝড় তুলে আজ
অশ্রু বৃষ্টি ব্যথার জন্ম দেয় প্রতিক্ষণ।

রাতের আকাশে নক্ষত্র নেই,
আছে অন্ধকারের ক্রুদ্ধতায় জেগে ওঠা
নৈশব্দের হাহাকার।
সবুজের সংঘাতে কালোর বিজয় নিশান।
আর লাল ক্ষতগুলোও অন্ধকারে,
স্বার্থের বিকট থাবায়,
অদৃশ্য গোঙ্গানিতে আর্তনাদ রত ।

অশরীরী প্রাণহীন তবু ভয়াল বিচরণ।
স্তব্ধ পরিপার্শ্ব-
অথচ একদা এক দুপুরে
সূর্যালোকের আশীর্বাদে
আলো জমেছিল চেতনায়,
বীরত্বে, অনুভূতিতে।
আজ পরাজয়ের ধ্বংসলীলায়
দুমড়ে মুচড়ে চেতনার সবুজ বেলাভূমি। .
অতীতের গায়ে জড়িয়ে যায় বিস্মৃতির ধুলো।
দুর্ভিক্ষ পীড়িত অস্থিচর্মসার স্বপ্নগুলো
কঙ্কাল হয়ে পড়ে থাকবে
প্রাণহীন কায়ার গহীনে।


Sunday, August 23, 2015

আরও এক টি বসন্তের পরে



আরও একটি বসন্তের পরে অর্বাচীন চেতনার রক্তিম আভায়
কিংবা মধ্যরাতের প্রকাণ্ড অন্ধকারের ভীরেও আলোর প্রতীক্ষা
যেন তেইশের তুমি আমি আর ক্যাফেটেরিয়া আর কবিতার পংক্তি 
স্বপ্নের বৈভবে প্রেমমাখা চঞ্চল বিকেলের উম্মাদনায় তুমিময় টিএসসি।
জানি সময়ের অবাধ্য গতি জীবনের দীর্ঘ গল্পকে নিমেষেই কেবল
দশ মিনিটের স্মৃতি করে দেয়, কবিতার পংতি বা প্রেম সবই আজ
স্মৃতির প্রচ্ছদে নানা রঙে ভাসমান। সুখ-দুঃখ, প্রাপ্তি আর বিসর্জনে। 
আরও একটি বসন্তের পরে কিছু অভিমান অনুরাগের পরশ পাবার আগেই
সময়ের অনন্ত গ্রন্থি থেকে ব্যথার নিঃসরণ!আঁকরে থাকে কিছু ভুলের গল্প।
নিকোটিনের প্রলেপে ঢাকা ফুসফুসের প্রকম্পনে সঙ্গ দেয় দীর্ঘশ্বাস।
জানি সে সময় জড়তার অবসানে দীর্ণ করত মলিনকে, অথচ আজ
সময়ের গায়ে জড়িয়ে আছে বছরান্তের ধুলি, মালিন্যের পঙ্কিল আস্তরণ।
এক একটি সকালের আবির্ভাব ,নবসুচনার আগমনী আলো নয় , বরং
আরও একটি অন্ধকারের পূর্বাভাস। তুমিময় কবিতা নয় বরং আজ
অন্য কোন বিছানায় অন্য শরীরের উষ্ণতায় কামনার তৃপ্ত শীৎকারে ,
সেই গোধূলির আবীর মাখা আকাশ আজো বিছিয়ে রাখে লাল আঁচল
প্রদীপ্ত সময়ে নতুনের আলিঙ্গনে। নতুন স্বপ্নের অপার ছন্দে, নতুন কবিতায় ।
আমি তখন পুরাতনের পুড়ে হারিয়ে যাই বিস্মৃতির দহনে, জড়িয়ে অভিমান।
আরও একটি বসন্তের পরে বাসন্তী উম্মাদনা তোমায় ছুঁয়ে যাক আবার।
নতুন কোন চরিত্র হও নতুন কোন প্রেমের কাব্যের, নতুন শব্দে শব্দে ।

Wednesday, August 12, 2015

কবি প্রেমিক ও বিপ্লবী

আবার রচিত হবে রক্তিম ইতিহাস রক্তাক্ত সময়ের অবসানে
হয়তো প্রেমিকের লাল খুনে, কবিদের আত্মাহুতিতে, বিপ্লবীর আত্মবলিদানে। ।
স্ট্রীটে স্ট্রীটে বিজয় মিছিল রণাঙ্গনের তূর্যধ্বনি হয়ে সুর তুলবে মুক্তির।
নির্জীব কবিতার অক্ষর গুলো আবছায়া সময়েও ছড়াতে থাকবে আলো,
অন্ধকারের ভিড়ে আলোর মশাল হয়ে দীপ্তি ছড়াবে আজকের উপেক্ষিত কবিতারা ।
কবির কলম রক্ত নয়, সময়ের জরায়ু ফুঁড়ে ভূমিষ্ঠ করতে পারে পরিবর্তনকে,
কবি নিজে হোক রক্তাক্ত, কবিদের রক্তাক্ত হতে হয়, কবিদের রক্তেই প্রাণ পায়
তার কবিতার অক্ষর গুলো, উপলব্ধিতে বেঁচে থাকে তার রক্তিম চেতনা । 
জানি আবার অন্ধ সময়ের বুক চিড়ে বেড়িয়ে রক্ত গোলাপ। প্রেমিকের তাজা রক্তে
তপ্ত দুপুর নিমেষেই লাল আবীর মাখা আকাশ নিয়ে হয়ে যাবে নির্মল বিকেল।
দ্রোহের শব্দ, প্রেমের শব্দ আর অচ্ছু নয়, গোপন, অশ্রাব্য কিংবা নিষিদ্ধ নয়
বুলেটের বারুদ উত্তাপ হিম হয়ে যাবে, গাঢ় সন্ধ্যায় প্রেমিকার তৃপ্ত চুম্বনে ।
আবার রচিত হবে ইতিহাস, প্রেমের, বিজয়ের, বিপ্লবের। জ্যোস্নারা তখন
স্নাত করবে অন্ধকারের কালো প্রকোষ্ঠকে। যেন সহস্ত্র রাত্রির তিমির মৌনতা
স্তব্ধতা ভেঙ্গে প্রেমের কবিতা পড়বে। ডিসেম্বরের শীতে উষ্ণ হবে নতুন প্রেমিকেরা
প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে, কবিদের দৃপ্ত শব্দের অহংকারে, বিপ্লবীর মুক্তির অনুদানে।
কবিরা তখন নতুন শব্দে ছন্দের অলঙ্কার পরাবে বিজয়ের কবিতায়। বিজয়ের ধ্বনিতে

বিপ্লবীরাও নতুন কোন ভোরে জেগে উঠবে অনির্বাণ সাম্যের উকণ্ঠিত প্রেরণায়।  

Monday, August 10, 2015

শিরোনামহীন প্রেম


ছন্দিত বিচরণে স্পন্দিত হৃদয়, যেন নিমেষেই
নির্জলা চিত্তে বহে সিক্ত প্রেমের ফল্গুধারা।
তব ভালোবাসার অবগুণ্ঠনে হারাই নিয়ত-
যেন শত সহস্র অব্দের মেটানো তৃষিত তৃপ্তি।
চাহনির গভীরে জমে থাকা অভিমান আজ
অনুরাগের পরশে দীপ্যমান প্রেম। স্পর্শের উন্মাদনায়
খুঁজে ফিরি নিজেকে, আবিষ্কার করি বিপ্লবী প্রেমিক।
আমাদের ভালোবাসায় অযুত বাস্তিল প্রাচীর
মুহূর্তেই তাসের ঘড় হে প্রিয়া! ট্রয়ের ট্র্যাজেডি নয়
আমাদের প্রেমে ধ্বনিত  হোক মুক্তির বিজয় শ্লোগান।
সকালের কাঁচা রোদ কিংবা নির্মল গোধূলির মত
হৃদয়ে জড়িয়ে থাকুক প্রেম অপার্থিব, অম্লান ।
শিরোনামহীন হোক তবু হৃদয়ের সপ্তবর্ণে বর্ণীল।