Wednesday, August 28, 2019

তুমি


কান পেতে শোনো, বুকের ঠিক মাঝখানে ঝুঁকে এসো
স্পন্দন শুনছো? ঘড়ির কাটার মত টিকটিক বাজছে
অনায়াসে সময়ের সাথে সমান্তরালে ছোটে অস্থিরতা
হাতড়ে বেড়ায় প্রতিনিয়ত ঈপ্সিত কোনো নির্মল হাসি
বর্তমানকে সঙ্গী করে অতীতের অজানা অধ্যায়কে
জয় করার বিমোহিত সুখে পরিপ্লুত হৃদয় স্পন্দিত ।
সময়ের ভ্রুকুটিকে তুচ্ছ করে অন্বেষিত প্রাপ্তির সুখ
অতলস্পর্শী বারিধির মতই গভীর অথচ স্বচ্ছ ।
জীবনের তৃপ্ত অনুষঙ্গে, ধমনীর বিস্তৃত পথে পথে
সমস্ত পৃথিবীর সব রঙ নিয়ে তুমি বর্ণময় প্রেম।

ভালোবাসি


যাপিত জীবনের প্রবহমান নিয়মতন্ত্রে, ওষ্ঠ তাড়নায়
উঠে আসা সন্তর্পি এক নামের ত্রস্ত উচ্চারণ  
মোহিনী সময় ক্রুদ্ধ হলে তা কাল রাত্রির মতই নিকষ
প্রকট বৈরিতা গড়ে দেয় আপন ছায়ার সাথে দ্বৈরথ
তবুও তো মন অবচেতনে তারে আনে ডেকে
নিয়ত বর্তমানে, নামে, ঘ্রাণে স্মৃতির তুমুল আলোড়নে
যৌবনের সবচেয়ে চেনা শব্দ “ভালোবাসি” সবেধন
মনের কোনে পড়ে থাকে পরিশ্রান্ত নৈশব্দ্যে ।
মুঠোফোনে তাড়নাহীন শব্দাঘাতেও নিরব বিস্ময়
নিয়তির আকাশে মেঘ হয়ে জমে এক অভিব্যক্তি
তার পারিভাষিক পরিচয় ভালোবাসা । 

সমর্পণ


অনাবৃত উষ্ণ বিকেলের উদ্ভ্রান্ত আলিঙ্গনে
তৃপ্ত বিছানায় হেলে দিও তনু অবসাদে
বিভোর হয়ে স্বাদ নিয়ে যাই নমনীয় তোমার
অজস্র রাত্রির অবসানে উঁকি দেয়া দীপ্রতা
কিংবা জুবুথুবু কনকনে শীতের অবসানে
চপল বসন্তের তীব্র বোধন, সুখের প্লাবনে।
ভেজাওষ্ঠের প্রশস্ত হাসি, স্পর্শের তাড়নায়
অশান্ত হৃদয় মাতে প্রতিক্ষণ, ভালোবেসে!
অসাবধানী ওড়নার ওপাশে ঈপ্সিত বক্ষে
কেবলই স্থির হয় প্রেমের প্রভঞ্জনী দৃষ্টি
ক্রমেই কোনো এক অবিনাশী সত্তা বলে ওঠে
সে মানবী অতুলনীয়া, অপরূপ স্নিগ্ধ হেম
শসে আমারই তরে, সত্ত্বা তাহারে দিলেম সঁপে
অপার প্রেমের বিস্ফোরিত আলোকময়তায়।

Tuesday, August 20, 2019

তৃপ্তি

মায়াবী রজতসুধায় অক্লান্ত আরক্তি আর তীব্র মোহনসুখ
অবিশ্রান্ত উপস্থিতি তোমার, অনিমেষ জেগে উঠি প্রাণোচ্ছ্বল।  
সবকটি অক্ষর ব্রতী হয় কোমল ওই স্নিগ্ধতার পরশসুখে
দহন জ্বালা মুহূর্তেই হয় পীযুষ তৃপ্তি  যদি তুমি হাসো!
মেনিমুখো গদগদে প্রেমালাপ ভাবছো? তুমি বিশেষনের ঈর্ষা
ভীষণ এক ছন্দাবৃত সুন্দরের অপরূপ স্বচ্ছ প্রকাশ তুমি,
নিস্তরঙ্গ মরা নদীর ভরা যৌবনসুখে উত্তাল স্রোত ওই স্পর্শে
আমি জানি, আমি জানি, আমি জানি, এ যাতনা মোহ নয়  
কিছু উপস্থিতির প্রতিস্থাপন নেই, অবিচল অনিবার্যতায় স্থির
নয়ত কবিতারা থেমে যাবে, অবিনশ্বর সুন্দরে বেঁচে থাকবে
যাতনার উষ্ণ হেমে, স্নিগ্ধ পবিত্রতায়, সুন্দরের সবকটি বোধে।

Sunday, August 18, 2019

ঘ্রাণ


কখনো নিরুত্তাপ নীরবতার ক্লিষ্ট বোধে তরঙ্গহীন নিয়মত্রন্ত্র,
মহাকালের বক্ষ ফুঁড়ে প্রসবকৃত তুমিময় সময়গুলো তবু
নিয়তির কাঙ্ক্ষিত বাস্তবতায় তৃপ্তির দুরন্ত বুননে আবিষ্ট।
মধ্যরাতে শরীরী ঘ্রাণে অচেনা উন্মাদনা!অনুরোধের স্রোতে
বদলানো বসন ছাপিয়ে দেয় চেনা ঘ্রাণের আঁধারী উকণ্ঠা,
এরপর ভোর হলে অকারণ নিয়মতন্ত্র আবছা ক্লিষ্টতা গড়ে।
দর্পন অভিমুখে খুঁজেছ স্বীয় সত্ত্বা, অসহায় লাগে জানি
ভেজা দেয়ালের গায়ে ছোপ ছোপ জলের মত দুঃখ জমে মনে
গাঢ় অসহায়ত্বে চেনা আস্থায় খোঁজো  অনাগত গন্তব্যের পথ
দূর থেকে অপার বিমোহনে, স্নিগ্ধ মায়ায় কাব্য জন্মায় আজো
আমার শব্দগুলোও ভালোবাসা খোঁজে তোমারই সেই চেনা ঘ্রাণে, 
তৃপ্ত মনে ডানা মেলে শব্দের শঙ্খচিল, ছন্দের বিস্তৃত আকাশে।