Thursday, January 28, 2016

মুক্তিকে মাঝে মাঝে বিলাসিতা লাগে



এই শহুরে চেনা গলি, এই রৌদ্র স্নাত তপ্ত দুপুর
এই নাগরিক কোলাহলে ছুড়ে ছুড়ে যাওয়া শব্দরা সব
আমাকে নিংড়ে নিয়েছে শোষকের মত,
তৃষ্ণার্ত চাতকের মত খুঁজে ফিরেছি মুক্তির আভাস
চেনা গলি মুহূর্তেই অচেনা রূপে গোলকধাঁধায় ফেলে আমায়
চেনা সুরগুলো অভিমানে আড়ষ্ট হয়ে দুর্বোধ্য হয়। 

তপ্ত দুপুর কেড়ে নিয়েছে আমার গায়ে মেখে থাকা
স্নিগ্ধ ভোরের শিশির। একজোড়া নিমিলিত চোখে
স্বপ্নরা ক্রমেই বিবর্ণ হয়, পরিচিত বর্তমানের ধারাপাতে।
খোলসের আবরণে ঢাকা অন্ধকার প্রতারিত করে
আমার সত্তাকে । দিনশেষে আরও একটি অসার
সস্তা লেখা কবিতা হয়ে পরিচিতি পায়। 

এই শহুরে চেনা গলি, চেনা স্ট্রিট, নিত্যকার অটো রিকশা
আমায় বেঁধে ফেলে নিয়মের অমোঘ কারাগারে।
নিকোটিনের সর্পিল কুণ্ডলী উড়িয়ে যায় আশার ভস্ম,
শূন্য প্যাকেট নিষ্প্রাণ গড়াগড়ি খায় মেঝেতে। 
শ্লেষ , ঈর্ষা অভিমান, অনুযোগ কিংবা গাঢ় চুম্বন
নিত্যকার সময়কে আলোড়িত করে এখনো।
তবু কেমন যেন গভীর একটা ঘুমের মোহ যেন প্রতীক্ষায়,
মুক্তিকে মাঝে মাঝে বিলাসিতা লাগে।

No comments:

Post a Comment