Wednesday, August 28, 2019

সমর্পণ


অনাবৃত উষ্ণ বিকেলের উদ্ভ্রান্ত আলিঙ্গনে
তৃপ্ত বিছানায় হেলে দিও তনু অবসাদে
বিভোর হয়ে স্বাদ নিয়ে যাই নমনীয় তোমার
অজস্র রাত্রির অবসানে উঁকি দেয়া দীপ্রতা
কিংবা জুবুথুবু কনকনে শীতের অবসানে
চপল বসন্তের তীব্র বোধন, সুখের প্লাবনে।
ভেজাওষ্ঠের প্রশস্ত হাসি, স্পর্শের তাড়নায়
অশান্ত হৃদয় মাতে প্রতিক্ষণ, ভালোবেসে!
অসাবধানী ওড়নার ওপাশে ঈপ্সিত বক্ষে
কেবলই স্থির হয় প্রেমের প্রভঞ্জনী দৃষ্টি
ক্রমেই কোনো এক অবিনাশী সত্তা বলে ওঠে
সে মানবী অতুলনীয়া, অপরূপ স্নিগ্ধ হেম
শসে আমারই তরে, সত্ত্বা তাহারে দিলেম সঁপে
অপার প্রেমের বিস্ফোরিত আলোকময়তায়।

No comments:

Post a Comment