Sunday, August 4, 2019

অবিসংবাদিত


অবিসংবাদিত তুমি, তাই আচমকা অনির্বান বোধনে অর্বাচীন ভাবনায় তুমি-
সংবাদহীন আত্মগোপনে থাকা বোধকেও নাড়া দাও বৃষ্টির ধারালো ঝাপটার মত
এরপর সংবেদনশীল অন্ধকার নামে। বিগলিত তাড়নায় ভর করে অনাহুত যাতনা।
সেই কবেই দাড়িয়েছি সাধারনে-সমান্তরালে, সন্ধি অভিসন্ধির মারমুখো তাড়নায়
জানি প্রত্যাশিত সহজলভ্যতায় শব্দরা খাবি খাবে হাই তোলা অনুমেয় ঔদাস্যে।  
তবু অর্বাচীন বোধনেই জন্ম নেবে কবিতা, অসমান্তরালে, যাতনার অসমাপ্ততায়।  

No comments:

Post a Comment