Thursday, February 14, 2019

কখন আসবে তুমি?


নিকষ অন্ধকারের আবর্তিত নিমগ্নতায় দিশেহারা প্রহর
এক একটি সেকেন্ড যেন জড়িয়ে আছে বছরান্তের বেড়ি
প্রতীক্ষা মাঝে মাঝে আর্তির সুখ দেয়, কখনোবা বিষাদ
আলোহীন জানালার ওপাশে ঘুমন্ত রডডেন্ড্রন, সেও একা
ভোরের প্রতীক্ষায় রঙ লুকিয়ে গুমরে কাঁদে অন্ধকারে।
হয়তো ছুটে যাওয়া কোনো নির্জন রাস্তায় বাইকের হর্ন
অথবা বেসিনের সাদা বক্ষে টপটপ জলফোটার ধীরলয়
ক্রমশ স্পষ্ট হয় যাতনার মতই, কখন আসবে তুমি?

No comments:

Post a Comment