Tuesday, April 22, 2014

আমার বন্ধু শ্রাবণ


আমার কাছে শ্রাবণ যতটা না রাবিন্দ্রিক কাব্যের উদ্ভাসিত বর্ষার প্রহর
তার চেয়ে ঢের বেশী একটি নাম, বিস্তর  স্মৃতিময় অনুভূতি।
আমার কাছে শ্রাবণ এক শীর্ণকায় শ্যাম বরণ উনিশ,চঞ্চল একুশ-
ক্যাম্পাসের রুদ্র চেতনার অবিচল সতীর্থ।
মিছিলে, শ্লোগানে, গানের আড্ডায় , কখনোবা অভিমানে,
বিষণ্ণ বিকেলে গাঢ় সিগারেটের ধোঁয়ায়, খুনসুটি আর বিরক্তিতে
একটা গোটা জীবনের মুখ্য অধ্যায়ের প্রচ্ছদে
চেতনার এক বর্ণময় চরিত্র- শ্রাবণ।

বন্ধুত্বের বিরামহীন যাত্রার অক্লান্ত সঙ্গী শ্রাবণ।
শেকল ভাঙ্গার দিনগুলোতে , বখাটে  একুশে জেগে ওঠা প্রেমে-
স্কন্ধে সেই বন্ধুত্বের হাত, আজ স্মৃতিময় যাতনায় আবদ্ধ।
এখন হয়তো সপ্তাহের ব্যস্ততার পড়ে মুঠো ফোনে দুমিনিট স্রেফ।
সেই রাত্রিজাগা দিন গুলোতে দিন বদলের সহযোদ্ধা,
কখনোবা ঈষ ঈর্ষা, কখনো নিছক বিরক্তি-
ছয় বছর একই রুমে অনুরাগে- বিরাগে, স্ফূর্তিতে বা জাতনায়। 

আজ হয়তো হঠা দেখায় মৃদু হেসে করমর্দন
 তারপর নিজ নিজ কক্ষপথে ফেরা বতমানের আবর্তে,
স্বার্থপর সময়ের রুক্ষ উদাসী বিরুদ্ধতায়।
তবু সেই বন্ধুত্বের চেতনা, সেই উম্মাতাল একুশের সীমাহীন ছুটে চলা
স্মৃতিতে ফ্রেমবন্দি হয়ে থাকবে তারুণ্যের সাক্ষী হয়ে-
চিরদিন। এখনো কর্পোরেট বস্ততার অবসরে হৃদয়ে উঁকি দেয়-
সেই প্রিয় মুখ- আমার বন্ধু শ্রাবণ।

Sunday, April 20, 2014

নারী -২



জানি স্বার্থের দায়ভারের তথাকথিত সমাজ সংস্কারে
তোমার নগ্ন  দেহের বাকময় দোলা আজ লজ্জা।
তবু ঐ সরলা প্রাণের স্নিগ্ধ হাসি, তোমার শ্যামলা বক্ষে 
উদোম প্রানচ্ছাসে কবিতা প্রাণ পায়, যৌনতা নয়।
তোমার এলো চুল, খানিক দুষ্ট বাতাসে 
ওড়নার আকস্মিক বিচ্চুতি কিংবা মেদহীন কায়া
প্রশস্ত  নিতম্ব  সমাজের কাছে  কামনার গরল,
আর কবি সেথায় সুন্দরকে খুঁজে ফেরে কাব্য বুনে যায়-
কবিতায় জেগে ওঠে নারী তার মহিমান্বিত দৃঢ়তায়,
মুহূর্তেই  সৃষ্টির চিরন্তনী বাস্তবতায়।
যেন শত কোটি বর্ষী এই পৃথিবী তার জীর্ণ বসন ছেড়ে
সুডৌল স্তনের  ষোড়শীর মত
 দর্পে হেঁটে যায় আপন উদ্ভাসে,
স্বার্থবাদ আর লালসার খোলস ভেঙ্গে সময়ের খেয়ায়,
কবিতার শব্দাবলীতে, ছন্দে ছন্দে।

Thursday, April 10, 2014

স্বপ্ন- জীবিকা



ছয় নম্বর বাসের হেল্পারের মত অবিরাম ছুটন্ত জীবন,
একটু স্বপ্ন-জীবিকার খোঁজে,  
তোমার ভালবাসার কৃপণ আলোর অনুসন্ধানে।
ঠিক যেমন চঞ্চল কাক 
ডাস্টবিনের আস্তাকুরো ঘেঁটে বেড়ায়-
ক্ষুধার  নিবারণে,  
আমার দৃষ্টি গিলে খায় তোমার ঐ দুই ঠোঁট,
চিবুক , সুডৌল বক্ষদ্বয়-
আর বুকের ভেতরে অবহেলায় পড়ে থাকা
একটু ভাবনা, একটু অনুভব,
 যাকে ভালোবাসা ঠিক বলা যায় না।
তবে এটাই আমার স্বপ্ন- জীবিকার সার্থক উপার্জন।