কখনো নিরুত্তাপ নীরবতার ক্লিষ্ট বোধে তরঙ্গহীন নিয়মত্রন্ত্র,
মহাকালের বক্ষ ফুঁড়ে প্রসবকৃত তুমিময় সময়গুলো তবু
নিয়তির কাঙ্ক্ষিত বাস্তবতায় তৃপ্তির দুরন্ত বুননে আবিষ্ট।
মধ্যরাতে শরীরী ঘ্রাণে অচেনা উন্মাদনা!অনুরোধের স্রোতে
বদলানো বসন ছাপিয়ে দেয় চেনা ঘ্রাণের আঁধারী উৎকণ্ঠা,
এরপর ভোর হলে অকারণ নিয়মতন্ত্র আবছা ক্লিষ্টতা গড়ে।
দর্পন অভিমুখে খুঁজেছ স্বীয় সত্ত্বা, অসহায় লাগে জানি
ভেজা দেয়ালের গায়ে ছোপ ছোপ জলের মত দুঃখ জমে মনে
গাঢ় অসহায়ত্বে চেনা আস্থায় খোঁজো অনাগত গন্তব্যের পথ
দূর থেকে অপার বিমোহনে, স্নিগ্ধ মায়ায় কাব্য জন্মায় আজো
আমার শব্দগুলোও ভালোবাসা খোঁজে তোমারই সেই চেনা ঘ্রাণে,
তৃপ্ত মনে ডানা মেলে শব্দের শঙ্খচিল, ছন্দের বিস্তৃত আকাশে।
তৃপ্ত মনে ডানা মেলে শব্দের শঙ্খচিল, ছন্দের বিস্তৃত আকাশে।
No comments:
Post a Comment