Wednesday, March 30, 2016

তমসার সুরে

তমসার সুরে
একি নিনাদ বেজে ওঠে হেথা
অভিমানে সব রাঙা হয় ব্যথা
অনন্ত মৃত্যুপুরে।

শোকের মাতম
কাতর অক্ষি জলস্নানে বিভোর
চারপাশে নামে আধারের ঘোর
দু:খকে স্বাগতম।
 
মৃত অর্কিড
ঝোরে যায় শত শত তনু আজ
গাঢ় হয় ঢের একটি আওয়াজ
চেঞ্জ উই নিড।