বিভিন্ন ব্লগ কিংবা কয়েকটা সাময়িকীতে কিছু কবিতা বা কিছু প্রবন্ধ ছাড়া কবি হিসেবে তেমন কোন পরিচিতি না থাকলেও কৌশিক আজাদ প্রণয় অনেক ছোট বেলা থেকেই স্কাউট, আবৃত্তি ও বিতর্ক অঙ্গনে বেশ সুপরিচিত। কবির জন্ম ২৬ জুলাই, ১৯৮৭, ঢাকায়। বেড়ে ওঠার শুরুটা মুন্সিগঙ্গে, কৈশোর কেটেছে নিজ জেলা শরীয়তপুরের জাজিরা থানায়। জাজিরা মোহরআলী পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, পরে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্রে স্নাতক সহ স্নাতকোত্তর শেষে চাকরী জীবন শুরু করেন World University of Bangladesh এ শিক্ষকতার মাধ্যমে, এরপর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ষ্ট্যাণ্ডার্ড বাংক লিমিটেড এ যোগদান।২০০৩ সালে কবি অর্জন করেন স্কাউটের সবচেয়ে সম্মানিত পুরষ্কার “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” । জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইযেশনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল প্রায় প্রতিটি আন্দোলনে অগ্রগামী নেতৃত্বে ছিলেন বিতর্ক আন্দোলনের এই নেতা। বাংলাবিতর্কে টেলিভিশন বিতর্ক সহ অন্যান্য জাতীয় পর্যায়ের বিতর্ক অঙ্গনে অর্জন করেছেন অসামান্য সুখ্যাতি ও সম্মাননা।মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র, শরিয়তপুর থেকে ছোট বেলা থেকেই আবৃত্তির দীক্ষা নিয়ে থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন “ধ্বনি” তে যুক্ত হয়ে কবি আবৃত্তি অঙ্গনে স্থান করে নেন একজন নন্দিত আবৃত্তিকার হিসেবে।ব্যাক্তিগত জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি বিতার্কিক রেহনুমা তারাননুম কবির সহধর্মিণী। অসাম্রদায়িক বংলাদেশ, স্থিতিশীল সমৃদ্ধ জাতি গঠনের আত্মপ্রত্যয়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে সব সময়ই কবি অকুণ্ঠভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সমাজ পরিবর্তনের স্বপ্নে। কবির প্রকাশিত প্রথম বই 'প্রেম ও দ্রোহের শঙ্খনাদ'। কবির দ্বিতীয় বই কোরাস 'শতরূপে ভালবাসা'।
আপন কথকতা
বিভিন্ন ব্লগ কিংবা কয়েকটা সাময়িকীতে কিছু কবিতা বা কিছু প্রবন্ধ ছাড়া কবি হিসেবে তেমন কোন পরিচিতি না থাকলেও কৌশিক আজাদ প্রণয় অনেক ছোট বেলা থেকেই স্কাউট, আবৃত্তি ও বিতর্ক অঙ্গনে বেশ সুপরিচিত। কবির জন্ম ২৬ জুলাই, ১৯৮৭, ঢাকায়। বেড়ে ওঠার শুরুটা মুন্সিগঙ্গে, কৈশোর কেটেছে নিজ জেলা শরীয়তপুরের জাজিরা থানায়। জাজিরা মোহরআলী পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, পরে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্রে স্নাতক সহ স্নাতকোত্তর শেষে চাকরী জীবন শুরু করেন World University of Bangladesh এ শিক্ষকতার মাধ্যমে, এরপর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ষ্ট্যাণ্ডার্ড বাংক লিমিটেড এ যোগদান।২০০৩ সালে কবি অর্জন করেন স্কাউটের সবচেয়ে সম্মানিত পুরষ্কার “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” । জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইযেশনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল প্রায় প্রতিটি আন্দোলনে অগ্রগামী নেতৃত্বে ছিলেন বিতর্ক আন্দোলনের এই নেতা। বাংলাবিতর্কে টেলিভিশন বিতর্ক সহ অন্যান্য জাতীয় পর্যায়ের বিতর্ক অঙ্গনে অর্জন করেছেন অসামান্য সুখ্যাতি ও সম্মাননা।মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র, শরিয়তপুর থেকে ছোট বেলা থেকেই আবৃত্তির দীক্ষা নিয়ে থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন “ধ্বনি” তে যুক্ত হয়ে কবি আবৃত্তি অঙ্গনে স্থান করে নেন একজন নন্দিত আবৃত্তিকার হিসেবে।ব্যাক্তিগত জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি বিতার্কিক রেহনুমা তারাননুম কবির সহধর্মিণী। অসাম্রদায়িক বংলাদেশ, স্থিতিশীল সমৃদ্ধ জাতি গঠনের আত্মপ্রত্যয়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে সব সময়ই কবি অকুণ্ঠভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সমাজ পরিবর্তনের স্বপ্নে। কবির প্রকাশিত প্রথম বই 'প্রেম ও দ্রোহের শঙ্খনাদ'। কবির দ্বিতীয় বই কোরাস 'শতরূপে ভালবাসা'।
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment