প্রেমের কবিতা


শুধু মন এ দুজন



সারাক্ষণ শিহরণ
আনমন তনুমন
আবাহন বিচরণ
প্রতিক্ষণ সে স্বপন
মুঠোফোন আলাপন
সুবচন সযতন
তব মন যে আপন
প্রাণপণ জ্বালাতন
শুধু মন এ দুজন
বাতায়ন সমীরণ
সু সজন আজীবন।



 প্রেমের কবিতা

স্নিগ্ধ তব ওই হাসিমুখ
চিত্তহারা প্রানে জমে সুখ
ওড়না ঢাকা বক্ষ তোমার
অবাধ্য হয় দৃষ্টি আমার
বাসনা জড়ানো ওষ্ঠ দেখি
হৃদ কাননে ভালোবাসা আঁকি
উড়ছে মন আজ কোন ব্যকুলে
ওই প্রশস্ত কটির দোলে
কুরুচি বাসনা পায় না কো ঠায়
প্রেম জাগে তব মাধুর্যতায়
অম্লান তুমি তুমি সুস্মিতা
তুমি বিপ্লবী প্রেমের কবিতা

তুমি আমি ক্যাম্পাস আর...

আমার তখন বখাটে গড়ন- সিগারেট ঠোঁটে গুঁজে
তোমার তখন তপ্ত উনিশ, স্বপ্ন দুচোখ বুজে...
সঙ্গী তখন ক্যাফেটেরিয়া, নিত্য উদাস বিকেল
তোমার তখন খেয়ালী মনে শত যাতনার উদ্বেল।
ছিল সন্ধ্যা, টিএসসি আর চৌরঙ্গীর মোহনা,
তোমার ছিল কফির চুমুক- দৃষ্টি জুরে প্রেরণা।
আমার ছিল দৃপ্ত শ্লোগান, কন্থে মাদকতা,
তুমি মিশে ছিলে অভিমানে ছিল অনুযোগ কথকতা।
মৌন বিকেলে অমর একুশে, গোধূলি বেলায় প্রান্তিক,
মুঠোয় মুঠোয় আবেগ গাথা দুটি প্রানে ঐকান্তিক।
ট্রান্সপোর্টের আড্ডা আর তোমার এলোকেশে উচ্ছ্বাস-
দ্রোহের কাব্য, জাগরণী গান, তাসের আসরে উল্লাস।
ক্লাসেতে বসে পেছন সারিতে চিঠি লেখালেখি ধুম,
হেঁটেছি কতনা হাতটি ধরে বৃষ্টিতে রুমঝুম।
স্পর্ধার যত অবাধ্যতায় আমার উষ্ণ চুম্বন,
তোমার কভু দুরু দুরু বুক, কখনো বা দৃঢ় আলিঙ্গন।
আমার ছিল বেকার জীবন, কিছুটা সম্ভাবনা,
চাইলে হঠাৎ  নিশ্চয়তা, " অকুলে ভাসবনা"!
রুঢ় বাস্তবে আজ দূরে তুমি, সাথী মোর আজো সিগারেট,
এসে দেখো তবে দেখতে  পাবে- কাঁদে আজো ডেইরি গেট।

হাসি রা হারিয়ে যায়...

কোন এক প্রভাতে রুদ্রনীল প্রকৃতি
প্রাণ পেলো তোমার আবির্ভাবে।
শত শত কবিতা গান হলো তোমার সুরের ছন্দে
ইচ্ছের রঙ্গে রঙিন চিত্ত- তোমার হাসির মুগ্ধতায়।

ঝড় এলো, পাণ্ডুলিপি ছিন্নভিন্ন হলো।
স্বপ্ন ধেকে গেলো দুঃস্বপ্নের ছায়ায়,
বিষাদের খরতাপে আবার দগ্ধ হয় প্রাণ-
হাসি হারিয়ে যায়, হাসি রা হারিয়ে যায়।

No comments:

Post a Comment