Saturday, June 18, 2016

শিরোনাম নেই




স্বঞ্চিত যাতনারা সব বারুদের উত্তাপ ছড়ায় হৃদাঙ্গনে
পুড়ে পুড়ে অঙ্গার হয় সব, বোধ- ভাবনা আর স্বপ্ন।
শহুরে স্বার্থপরতার অলিতে গলিতে বাঁক খায় তারা
যেন মৃত কবির শব্দের গোঙ্গানি ধ্বনিত হয় চারপাশে,
তবু নির্লিপ্ত, নিশ্চুপ সবাই- ভ্রমের কুয়াশায়।
তৃপ্ত বিকেলের উদাস সঙ্গমকেও একঘেয়ে লাগে।
স্বপ্নগুলো কবিতার অক্ষরে অক্ষরে জীবন্ত থাকতে চায়
অথচ মৃত কবির শব্দরা থেমে গেলে স্বপ্নরাও নিষ্প্রাণ।
বিচ্ছিন্ন আঁধারে বিলীন হয় রৌদ্রে পোড়া শিশিরের মত।  
ক্লান্তির ঠোঁটে লালা ছড়িয়ে উষ্ণ চুম্বনে থাকে শোক,
পোড়া সিগারেটের মত থেবড়ানো স্বপ্নরা গড়াগড়ি করে
বোধহীন শহুরে গতিময়তায়, নিষ্প্রাণ রাত্রির গহীনে।
যাতনারা ভিড় জমায় হেলায়, সমান্তরাল রেললাইন ধরে
কিংবা প্রতিবাদের মৌন মিছিলে, ঝড়ে যাওয়া ফুলের
রক্ত আল্পনায়, নয়তো দেয়ালে ঝুলানো নির্বাক আদর্শে।
লৌকিক সময়ের কাছে নতজানু হয় স্বপ্নরা।

Thursday, June 9, 2016

অবরুদ্ধ ভোরের ঠোঁটে অবিশ্বাসের হাসি




ক্রন্দনের আবছা সুর নিশুতি ভ্রমের পরে
প্রতারিত করে সময়ের রুদ্ধ মুহূর্তকে।
জাল বিছিয়ে থাকা অন্ধকারে জ্যোস্না
কালো হয়, গাঢ় কালো হয়- কালো সময়ে।
শহুরে রাস্তায় গড়াগড়ি খাওয়া কালো পীচ
ধার করা সোডিয়াম আলোর আলিঙ্গনে
রঙ বদলায়, রাস্তার কোণে নির্দয় রাতে অসহায়
ঐ মেয়েটির বদলে যাওয়া জীবনের মত।
অবরুদ্ধ ভোরের ঠোঁটে অবিশ্বাসের হাসি,
রাত্রির গহীনে, আরও গহীনে নিমজ্জন!
আমাদের রক্তে ঘামে অনুপ্রবেশ করে অন্ধকার,
আমাদের সীমাহীন সীমায় সঙ্গম করে কাঁটাতার ।
নির্লিপ্ত অন্ধকারে মুখলুকোনো স্বত্তারা
খেয়ালী কাব্য বুনে যায়, পরাজয়ের।