Thursday, November 8, 2012

গল্প আর শ্লোগানের দিনে সেই তুমি

সেই শরতের প্রসারিত আকাশে
জমে ছিল নিলাভ স্বপ্নের মেঘ।
বয়সে তেইসের উন্মাদনা
ঘামে চিকচিক করে সাম্ম্যের আভাস
আর তোমার উষ্ণ ঠোঁটের মাতাল আওভান।

প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেত
তোমার কামনা আপ্লুত বক্ষজুগল
শান্ত বিকেলের মৃদু হাওয়ায় তোমার
সন্তরপি হেঁটে যাওয়া ,
পাছে দুষ্টু বাতাস সরিয়ে দেয় লজ্জা জড়ানো ওড়না।
সেই তেইস ছিল বিপ্লবের শ্লোগান আর
তোমার উষ্ণ চুম্মনে একাকার।

No comments:

Post a Comment