ধুলো মাখা কবিতার অক্ষরে অক্ষরে
কিংবা নিস্তেজ বিকেলের সূর্যপ্রতাপে
নয়ত হঠাৎ ফিকে হওয়া গুমোট সন্ধ্যায়
কবির কলমে স্থবিরতার শ্যাওলা।
যেন বছরান্তের মাকড়শার ঝুল জড়িয়ে-
চেতনা ভারাক্রান্ত, শূন্যতার বোঝায় !
তুমি নেই, নেই তোমার উচ্ছ্বাসিত
চপলতা। কুঁচকানো কাগজের মতই
এবড়োখেবড়ো ভাবনারা গড়াগড়ি খায়
মেঝের ধুলোয়। যে তুমি হে অতুলনীয়া
হারিয়েছে কবেই চৈতালি জ্যোৎস্নার মত,
বাসন্তী মেদুরতায় আজ নির্বিকার শবাধার।
প্রাণে ক্ষণে ক্ষণে ঝংকৃত হয় নিঃশব্দের তান
No comments:
Post a Comment