Tuesday, June 30, 2015

হারাই অজানায়


প্রতীক্ষায় আছি
যদি অন্ধকারের বুকে ঢেলে দাও
অবারিত প্রসারিত জ্যোস্নার ঢল
কুমুদী শোভায় কাটবে তিমির আঁধার।
কখনো হয়তো-
বিচ্ছেদ পটে বিছিয়ে দেবে
বর্ণীল তারকা রাজি
ছোট ছোট রঙিন অনুভূতি,
ছোট ছোট সুর, কিছু বিক্ষিপ্ত অভিমান।
প্রেমে আর যাতনায়
আমি সহাস্যে উড়িয়ে দেব
বাষ্পীভূত দুঃখ,
মুহূর্তেই কৈশোরের সময়ের মত
তুমিও একান্ত আমার হয়ে যাবে ।
বৃষ্টি ভেজা জামা আর শরীরের মত
একাকার হয়ে রও, এই বুকে।
এসো তবে, সস্তা প্রেমের কথাই হোক।
হারাই অজানায়।

No comments:

Post a Comment