ওঁত পেতে বসে আছে খ্যাপাটে
অন্ধকার
মুহূর্তেই আঁধারের গোগ্রাসে
গিলে ফেলতে সব
বিকট মৌনতার হুংকারে, অভিশপ্ত
হতাশায়। 
পথ ভুলে দিশেহারা জীবনের
নানামুখী বাঁক। 
শত সহস্র শতাব্দীর
কৃষ্ণগহ্বর ফিনকি দিয়ে 
নিঃসরণ করে অভিশপ্ত আঁধার
এক, যেন
বনলতার উপমায়িত কালো চুলের
মতই 
আঁধার-নিমজ্জনে সময়ের বসবাস
আজ। 
মেপে হাঁটা সীমারেখা
অধীনতায় ধরা দেয়
হস্ত তালুর ভাগ্যরেখায়। বুলেট
কিংবা কবিতা? 
শব্দের উত্তাপ আজ শব-শীতল
বুলেট গর্জনে। 
শ্লোগান কিংবা ঝঞ্ঝার
বিক্ষুব্ধ হুংকার
বারুদের অহংকার  আর বিকট বিস্ফোরণ ,
থুবড়ে পরা মনুষ্যত্বে কালশিটে
পরে অন্ধকারের।
সিগারেটের পোড়া গন্ধে কবি
জানান দেয়
তার নির্বিকার নীরব
আত্মসমর্পণ- অন্ধকারে। 
 
No comments:
Post a Comment