বন্ধু তোমার জন্যে আজি
দিলাম বুকটি পেতে
স্বার্থ তোমার রক্ষা হবে
যেওনা কো কভু তেঁতে ।
লাল গালিচা বিছিয়ে দিলাম
তোমার এ পদ যাত্রায়
কাঁটাতারে ঝুলে কোন ফেলানি
আর যেন না কাতরায় ।
আমার রাস্তা চাইছ তুমি
ছেড়ে দেব নির্দ্বিধায়
তিস্তার পানি আমাকেও দিও
অধিকার মোর বিধায়।
বন্ধু যখন তোমায় ডাকি
আমায়ও বন্ধু ভেবো।
আমি বাঙ্গালি পণ করে বলি
উজার করে দেবো।
আমাদের সব ইচ্ছে বন্ধু
পূর্ণ হোক আজি
তোমায় আমায় নাইবা থাকুক
বিভেদের কারসাজী।
No comments:
Post a Comment