অনাহূত আগামীর
গাত্রবর্ণ ক্রমশ ধুসর আজ
দীর্ঘশ্বাসের অনিমেশ দহনে।
কখন আসবে উদ্ভাসিত প্রাণের কল্লোলে
প্রত্যাশিত সুন্দর আগামী!
আসবে কি আর?
কবিতার অক্ষরের মত প্রিয়
তোমার সেই ছোঁয়া ।
বর্ষার বৃষ্টির মত সিক্ত সজীব মন?
নাকি চেতনার হতাশ পৌনঃপুনিকে
ফিকে হবে সব, অস্ফুট বেদনায় ।
হয়তো মিলবে দেখা
অসমাপ্ত কোন আহত সময়ের
যাতনাঘোর মোহনায় ।
হয়তো জমবে স্মৃতি চায়ের পেয়ালায়
অথব দেয়ালে টাঙ্গানো একটি ছবি ঘিরে।
তবু বাজবে কেবল
অমানিশার অশ্রুত সুর।
দীর্ঘশ্বাসের অনিমেশ দহনে।
কখন আসবে উদ্ভাসিত প্রাণের কল্লোলে
প্রত্যাশিত সুন্দর আগামী!
আসবে কি আর?
কবিতার অক্ষরের মত প্রিয়
তোমার সেই ছোঁয়া ।
বর্ষার বৃষ্টির মত সিক্ত সজীব মন?
নাকি চেতনার হতাশ পৌনঃপুনিকে
ফিকে হবে সব, অস্ফুট বেদনায় ।
হয়তো মিলবে দেখা
অসমাপ্ত কোন আহত সময়ের
যাতনাঘোর মোহনায় ।
হয়তো জমবে স্মৃতি চায়ের পেয়ালায়
অথব দেয়ালে টাঙ্গানো একটি ছবি ঘিরে।
তবু বাজবে কেবল
অমানিশার অশ্রুত সুর।
No comments:
Post a Comment