Tuesday, June 16, 2015

চুপটি করে থাক


চুপটি করে থাক
রুদ্ধ থাকুক বাক
নীরব যে সে ভীত!
কথা কইলেই মৃত।
চুপটি করে থাক রে ভাই
শঙ্কা থেকে পাবি রেহাই।
মুক্তি নেই তো তোর কি তাতে
মৃত্যু সমন মিলবে হাতে
দ্রোহের কথা হোক তবে শেষ
স্বেচ্ছাচারীর বিজয় নিমেষ!
টিকে থাকাই বড় কথা
আওয়াজ কেন করিস বৃথা!
মৌন হয়ে থাক
মুক্তি চুলোয় যাক।  


No comments:

Post a Comment