সুচিস্মিতার বর্ণে আঁকা
মন যে আমার উদ্বেলে হায়
উর্বশী সে তাই বলে যায়
মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ হাসি
চিত্তে মম বাজায় বাঁশী
ছন্দ তান আর সুরে সুরে
তার ছোঁয়া আজ কাব্য জুড়ে
মৌমাতাল ওই বক্ষ যে তার
জাগিয়ে তোলে বাসনা আমার
পটল ছেড়া ও দুই চোখে
হারাই আমি কল্পলোকে
ছিপছিপে তনু কলসি কটি
আমার তাড়ায় দেয় যে ছুটি
দৃষ্টি আমার আবেগ ভেলায়
চপল কটির ছন্দ দোলায়
মৃদু সমীরে তার এলো চুল
ছুঁয়ে যেতে মোর হৃদয় ব্যাকুল
দুষ্টু হাওয়া অবাধ্যতায়
দস্যি হেসে ওড়না ওড়ায়
লাজুক আভা প্রান ফিরে পায়
সন্তরপি ওই মুখের মায়ায়
আবেগ ক্লিষ্ট ওই স্নিগ্ধতা
দূর করে শত বিবর্ণতা
তার চাহনির প্রভঞ্জনে
নব প্রভাত আজ সবার মনে
শ্যাম বরণ ওই মুখের ছবি
উল্লাসে তার মুগ্ধ কবি
জমিয়ে যে ভয় কলমটা কয়
রাগবে না সে তাই মনে হয়...
Khub valo hoiche, carry on. Really very harmonic .... .....
ReplyDeleteIt's my pleasure if u put your eye on my blog
ReplyDeletehttp://www.dbneed.blogspot.com/