Sunday, November 3, 2019

ভয়


হেয়ালী আচ্ছন্নতায় বিভোর থেকো লগ্নময়
চেহা পরশের মেদুরতায় পূর্ণ হও আদ্যোপান্ত
কবেকার ধুলোমাখা চাওয়াগুলোর ক্লান্ত বসনে
বছরান্তের ঝুল, কিংবা স্যাতস্যাতে ক্লান্তি!
নয়ত ছাদের কার্নিশে জমা নিথর একাকিত্ব
তুমি লক্ষ্য করেছ সবই, যুগান্তরের মোহনায়
সে বোধ অসহ্য তোমার কাছে অথচ অম্লান
সময়ের শেষ পৃষ্ঠায় অন্তরীণ যবনিকার ডাক
পাতা ওল্টাতে তাই নিদারুণ ভয়, জানোইতো
অসহায়ের টুটি চেপে উল্লাস করে লগ্ন-বীর!
কখনো পায়নি কো স্বাদ পক্ষপাতের, অথবা
সত্যের সাথে অবিরত সঙ্গমে সুখের বীজ?
পাণ্ডুলিপিতে শব্দের ডিপোজিট রেকারিং সুদে
কবিতা গড়ে ফেলল অনায়াসে, তোমায় নিয়ে।  

No comments:

Post a Comment