হাওয়ায় উড়ছে উড়ছে-
এগলি থেকে ও গলি। 
এর হাত থেকে ওর হাত।
একটি রঙ্ঘিন সার্ট।
রক্তিম নয় রক্তাক্ত। 
তাই নিয়ে আজ রাজনীতির স্ট্রেটেজিক হাতবদল।।
হ্যাঁ মাস্টার দা,
এ তোমারই আদর্শের রক্ত, 
ঘৃণ্য নেতার নিকৃষ্ট রাজনৈতিক হাতিয়ার।
হাহাহা মাস্টার দা, বিপ্লব দীর্ঘজীবী হয়না,
স্বার্থের কাছে মাথা নুয়ে প্রলম্বিত হয়।
এখন বিপ্লবীর বড় যুদ্ধ- প্রতিক্ষা।
বিপ্লবীর রক্তমাখা সার্ট
 আজ নেতার স্বার্থরক্ষার টিস্যুপেপার।
ভুল করেছিলে মাস্টার দা,
এ সার্ট উরবেই অনন্তকাল, 
এগলি থেকে ওগলি,
এহাত থেকে ওহাত।
 
No comments:
Post a Comment