অষ্টাদশে তোমায়
দেখেছিলাম রিকশার হুড তুলে
কখনো বা চপল পায়ে
উচ্ছ্বাসিত সবুজ পদক্ষেপে
কখনোবা এক রাশ অমলিন
সুখ প্রাচুর্য্যের ভিড়ে
কখনোবা তপ্ত দুপুরে
এলোচুলের হেলে পড়া ক্লান্তিতে ।
চেনা ক্যাম্পাসের
চেনা আঙ্গিনায়, চেনা মুখের ভিড়ে
কখনো আনমনে
তাকিয়েছিলে আড়চোখে? কি জানি!
কোনো এক প্রদোষের
প্রাক্কালে তোমার প্রাণময় হাসি
কতটা বিধুর আজো
চিত্ত মাঝে, একযুগ গেলো পার।
উদাত্ত যৌবনে তুমি
স্বপ্ন থেকে বাস্তব হয়েছ অন্য ভুবনে
এই ত্রিশ পেরোনো
জীবনে তুমি আজো অষ্টাদশের ভ্রম
জানি আজো অপার
প্রেমে শব্দকে করো আলিঙ্গন
বুকের ভেতর থাকা এক
গহীন ভুবনে কারো বিচরণ
অথচ দিব্যি সময়ের অনিবার্যতায়
থাকো অন্য ধরায়
ভীষণ খরায় কারবালার তৃষ্ণা
নেই তোমার স্বাদে।
আক্ষেপ জমে! আওময়
আমায় দেয় নি কো কভু
মিলনের অধিকার! তুমি
কার হে সখা বলো তুমি কার?
No comments:
Post a Comment