Thursday, November 15, 2018

স্পর্ধিত বাসনায়


দীর্ঘশ্বাস গুলো উত্তাল সমুদ্রের ঢেউ হয়ে
আছড়ে পড়ে ধাক্কা খায় বুকের ভেতর।
অথচ সে ফিরেও তাকায় নি একবার।
আমি তো তবু যপে যাই তার নাম
অপার এক নৈবেদ্য ভেবে, কামে নিস্কামে।
ভালোবাসার শাব্দিক বোধন অনেক, জানো?
তাড়না , যাতনা, উন্মাদনা কিংবা উৎকণ্ঠা
প্রত্যেকে আলাদা রূপে হৃদয়ে লালিত।
তোমায় খুঁজে নেয় প্রতিক্ষণ স্পর্ধিত বাসনায়।
অথচ কবির উৎকণ্ঠায় প্রেমের ব্যপ্তি অনেক
অভিমান সব পড়ে থাক মৃত জোনাকির আলোর অতলে।
তোমায় ভেবে আমার আরেকটি দিনের  শুরু।
তোমায় নিয়ে লিখবো বলে কলম নিলাম হাতে
রাত্রি সাড়া জাগ্লাম আমি , মিললে সুপ্রভাতে

No comments:

Post a Comment