স্পর্ধিত বাসনায় কতই না ভেসেছি
জীবনের উড়ুক্কু অবাধ্যতায়
কে বলে কেউ নেই আমার! আমার আছে মস্ত একটা "তুমি"
চপল চাঞ্চল্য কবেকার জড়তায় জিয়নকাঠি হয়ে জাগালো।
মনে হয় অষ্টপ্রহর আস্টেপৃষ্ঠে ধরে রাখি তোমায় শক্ত করে।
অন্য ভুবনে আবাস গড়া তোমার। তাই কবিতার অক্ষরে বাঁধি তোমায়
মাঝে মাঝে দেবী ভেবে স্মরি, কখনো বা কাঙ্ক্ষিত প্রেমের তিলোত্তমা।
শেষবারের আগের বার! মনে আছে? রেল ছুটছে। তুমি কামড়ায় চেপে।
দূর প্ল্যাটফর্মে আমি সিগারেট হাতে। এক পলক আবার দেখতে চেয়েছ তুমি।
সলিলয়েডের পরাবাস্তব আয়নায় মেলে ধরলাম তোমায়, কি যে অভিমান!
এরপর স্বপ্ন সঙ্গমে বিভোর ছিলাম। প্রাণের মাতমে তুমি ছিলে সুখের অন্নপূর্ণা।
কখনো তোমায় পাওয়া হলো কি জৈবিক সঙ্গমে? কি জানি!
জানি মধ্যরাতে আজো তোমার বিছানার ভাজে অন্যকোনো রমন গন্ধ।
মাঝে মাঝে দহনেও সুখ আসে। প্রিয়জনের নির্ভার ভাবনায় সুখ।
প্রিয়মুখের অপরাধবোধ কাটিয়ে তুলে প্রশান্তির লম্বা শ্বাসে সুখ।
যদি দীর্ঘশ্বাস জমে তবে তাও সার্থক। অন্ধকারে নামে বালিয়াড়ি রোদ।
কোনো এক দূর সময়ের মোহে ঘ্রাণে ছিল যেই চেনা ঘাম, উদ্ভাসিত প্রেমে
সে ঘ্রাণ মরিবেনা কোনো অঘ্রাণে। যেভাবে রেখেছিলে সেভাবেই রবে।
দূর থেকে আজো কোনো নিস্তরঙ্গ নৈশব্দ সুর বলে- তুই বড় একা,
জানি সে বড় ভুল, একা নই কভু। কিছু কিছু স্মৃতি আর বিস্মৃত মুখ।
জীবনের পূর্ণতা তোমার প্রেমে। সেই স্বাদ অম্লান, নাইবা এলে আগেকার মত।
অশরীরী সত্ত্বায় তুমি তো দাঁড়িয়ে আছোই ফেরার ট্রেনের প্ল্যাটফর্মে।
কে বলে কেউ নেই আমার! আমার আছে মস্ত একটা "তুমি"
চপল চাঞ্চল্য কবেকার জড়তায় জিয়নকাঠি হয়ে জাগালো।
মনে হয় অষ্টপ্রহর আস্টেপৃষ্ঠে ধরে রাখি তোমায় শক্ত করে।
অন্য ভুবনে আবাস গড়া তোমার। তাই কবিতার অক্ষরে বাঁধি তোমায়
মাঝে মাঝে দেবী ভেবে স্মরি, কখনো বা কাঙ্ক্ষিত প্রেমের তিলোত্তমা।
শেষবারের আগের বার! মনে আছে? রেল ছুটছে। তুমি কামড়ায় চেপে।
দূর প্ল্যাটফর্মে আমি সিগারেট হাতে। এক পলক আবার দেখতে চেয়েছ তুমি।
সলিলয়েডের পরাবাস্তব আয়নায় মেলে ধরলাম তোমায়, কি যে অভিমান!
এরপর স্বপ্ন সঙ্গমে বিভোর ছিলাম। প্রাণের মাতমে তুমি ছিলে সুখের অন্নপূর্ণা।
কখনো তোমায় পাওয়া হলো কি জৈবিক সঙ্গমে? কি জানি!
জানি মধ্যরাতে আজো তোমার বিছানার ভাজে অন্যকোনো রমন গন্ধ।
মাঝে মাঝে দহনেও সুখ আসে। প্রিয়জনের নির্ভার ভাবনায় সুখ।
প্রিয়মুখের অপরাধবোধ কাটিয়ে তুলে প্রশান্তির লম্বা শ্বাসে সুখ।
যদি দীর্ঘশ্বাস জমে তবে তাও সার্থক। অন্ধকারে নামে বালিয়াড়ি রোদ।
কোনো এক দূর সময়ের মোহে ঘ্রাণে ছিল যেই চেনা ঘাম, উদ্ভাসিত প্রেমে
সে ঘ্রাণ মরিবেনা কোনো অঘ্রাণে। যেভাবে রেখেছিলে সেভাবেই রবে।
দূর থেকে আজো কোনো নিস্তরঙ্গ নৈশব্দ সুর বলে- তুই বড় একা,
জানি সে বড় ভুল, একা নই কভু। কিছু কিছু স্মৃতি আর বিস্মৃত মুখ।
জীবনের পূর্ণতা তোমার প্রেমে। সেই স্বাদ অম্লান, নাইবা এলে আগেকার মত।
অশরীরী সত্ত্বায় তুমি তো দাঁড়িয়ে আছোই ফেরার ট্রেনের প্ল্যাটফর্মে।
No comments:
Post a Comment