Tuesday, October 23, 2018

বিদায়

আজ তবে শেষ দেখা বলছ! বড্ড এক শূন্যতা, জানো?
এরপর বছরান্তের জমানো ধুলিতে কি আসবে মনে মালিন্য?
সহসা যুগান্তরে মিলেছ, সীমাহীন প্রেম তবু সংরক্ষিত বসবাস।
মাঝে মাঝে ভালোবাসার দ্যোতনা তোমায় বড্ড দোটানায় ফেলে
অনাহুত হৃদস্পর্শে বড় বেয়ারা হই আমি স্পর্ধিত প্রেম সত্ত্বায়।
একটু পরেই রেলগাড়ির ঝিকঝিক ঝিকঝিক কোরাস শব্দ
জনাকীর্ণ ব্যস্ত শহরের শব্দদুষণে ক্রন্দন সুর হৃদয়ে গ্রথিত থাক
বিপরীতমুখী যাত্রায় পিছু ফিরলে তবু অশ্রু চিহ্ন পাবে হয়তো।
এই যা! বিদায় বেলায় প্রেমের অনুভুতিও ঢের ব্যথাতুর হয়।
সরু রেললাইন ধরে এগোবে ধীরে জীবনের আপন গতিপথ।
ফেরার স্টেশনে হাত বাড়ানো চেনা স্পর্শেও আমায় পাবে জানি।
রাত্রির মশারীতে অনুভব্য ছায়ায় আমার কায়াই মিলবে।
ভালোবাসি তোমায় প্রগাঢ় প্রেমের সত্ত্বায়, জানি তুমিও বাসবে।


No comments:

Post a Comment