বলতে চাওয়া অনেক
কিছুই অব্যক্ত হয়ে আর্তি বাড়ায়
দলে দলে জমা হয় রাশভারী অন্ধকার
লেশমাত্র আলোর ছোঁয়া পেলে সে জাগবে এই ছিল ব্রত
গেল রাত্তিরে কি যে ছিল অস্ফুট বোধন!
ছোঁয়ায় ছোঁয়ায় দহন ভুলে প্রশান্তির উষ্ণতার অভীপ্সায়
দিবসের শুরুতে একরাশ ক্লান্তি নিয়ে অস্তরাগের প্রতীক্ষা
শালবনের গহীনে সবুজ নয়, বিদ্গুটে অন্ধকার !!
তমসার অঘোরে বিমূর্ত সত্ত্বায় খুঁজে ফিরি চেনা স্বর
বেহিসেবি সময় বড় আত্মঅভিলাষী ।
আজন্মকাল অভিমানের প্রহরেই পার করে রাত্রিদিন
মাসকাবারি ছাপোষা জীবনে সুখের প্রক্ষেপণ কি ভ্রম!
রং-বেরং দুঃখরা সব সান্ত্বনা খুঁজে ফেরে
থেকে থেকে স্বপ্ন দেখে মন- আবার আসবে তুমি
কোনো এক নিকষরাত্রির অবসানে, নতুন ভোর হয়ে।
দলে দলে জমা হয় রাশভারী অন্ধকার
লেশমাত্র আলোর ছোঁয়া পেলে সে জাগবে এই ছিল ব্রত
গেল রাত্তিরে কি যে ছিল অস্ফুট বোধন!
ছোঁয়ায় ছোঁয়ায় দহন ভুলে প্রশান্তির উষ্ণতার অভীপ্সায়
দিবসের শুরুতে একরাশ ক্লান্তি নিয়ে অস্তরাগের প্রতীক্ষা
শালবনের গহীনে সবুজ নয়, বিদ্গুটে অন্ধকার !!
তমসার অঘোরে বিমূর্ত সত্ত্বায় খুঁজে ফিরি চেনা স্বর
বেহিসেবি সময় বড় আত্মঅভিলাষী ।
আজন্মকাল অভিমানের প্রহরেই পার করে রাত্রিদিন
মাসকাবারি ছাপোষা জীবনে সুখের প্রক্ষেপণ কি ভ্রম!
রং-বেরং দুঃখরা সব সান্ত্বনা খুঁজে ফেরে
থেকে থেকে স্বপ্ন দেখে মন- আবার আসবে তুমি
কোনো এক নিকষরাত্রির অবসানে, নতুন ভোর হয়ে।
No comments:
Post a Comment