সময়ের রক্তচুক্ষু
শাসিয়ে যেতো জানি
অবিরাম ভুলের গল্পে কল্পে কল্পে ভ্রান্তি
তুমি তাই ক্লান্ত ঢের ব্যথার অমানিশায়
কখনো এক প্রচ্ছন্ন আলো এসেছিলো
ভাবছ তার পেছনে বিকট অন্ধকার।
অথচ অনায়াসে সুখের স্পন্দনে পুলক ছিল
ছিল এক অনুরাগের গোটা পৃথিবী ।
আপন বলয়ে তুমি হাতড়ে বেড়াও বর্তমানকে।
প্রেমহীন কায়ায় নিয়মের মকমল গাউনে
প্রেমের শব্দাবলি আওড়ে যাও অনায়াসে,
জানি শব্দাহত হও আজ প্রবল এক দীর্ঘশ্বাসে।
অবিরাম ভুলের গল্পে কল্পে কল্পে ভ্রান্তি
তুমি তাই ক্লান্ত ঢের ব্যথার অমানিশায়
কখনো এক প্রচ্ছন্ন আলো এসেছিলো
ভাবছ তার পেছনে বিকট অন্ধকার।
অথচ অনায়াসে সুখের স্পন্দনে পুলক ছিল
ছিল এক অনুরাগের গোটা পৃথিবী ।
আপন বলয়ে তুমি হাতড়ে বেড়াও বর্তমানকে।
প্রেমহীন কায়ায় নিয়মের মকমল গাউনে
প্রেমের শব্দাবলি আওড়ে যাও অনায়াসে,
জানি শব্দাহত হও আজ প্রবল এক দীর্ঘশ্বাসে।
No comments:
Post a Comment