Thursday, October 11, 2018

পরিপ্লুতি


আজো তুমি উচ্ছ্বাসে প্রেমের সুবাস ছড়িয়ে যাও রাত্রির চাদরে
অনন্ত ঘুমের ভিড়ে , স্বপ্নালু অজস্ত্র নক্ষত্ররাজির কল্পিত সঙ্গমে
আর আমিও তখন নির্দয় রাতের ভ্রমিত একাকিতত্বের অবসানে
নিষিদ্ধ কামনার বিষাক্ততা অঙ্গার করি অনিমেষ দহনে দহনে।
জানি তুমি অলকানন্দা, পুণ্য স্নানের অবগাহনে প্রেমের পরিপ্লুতি।
এক প্রহর ভ্রান্তির পর জেগে ওঠা আলোয় তোমায় চিনিলাম সখা
কাব্যিক বনলতার চেয়েও স্পর্ধিত প্রেমে মহিয়ান তুমি শ্বাশ্বত।
সীমার অনতি তলে প্রেম হোক সবচেয়ে বড় উপহার আজ এ ভোরে।

No comments:

Post a Comment