তুই যে মম
ইচ্ছেঘুড়ির রঙিন ডানার সাতটি রঙ
তুই কবিতার শব্দাবলীর সবকটি বর্ণ সয়ং,
তুই যে আমার সুখের সিন্ধু- উথাল পাথাল বইছে ঢেউ
তুই জীবনের পূর্ণতা মোর অন্তরেতে কইছে কেউ।
রইবি রে তুই চিত্তে সখা ভীষণ প্রেমের অম্লানে
গাইবি রে তুই আমার সুরে কণ্ঠে তোলা সব গানে।
বুক জুড়ে তোর শুধু আমি সেথায় যে মোর ঘর খানা
ডুবব যে আজ তোর গভীরে শুনব না কোনো মানা।
তুই কবিতার শব্দাবলীর সবকটি বর্ণ সয়ং,
তুই যে আমার সুখের সিন্ধু- উথাল পাথাল বইছে ঢেউ
তুই জীবনের পূর্ণতা মোর অন্তরেতে কইছে কেউ।
রইবি রে তুই চিত্তে সখা ভীষণ প্রেমের অম্লানে
গাইবি রে তুই আমার সুরে কণ্ঠে তোলা সব গানে।
বুক জুড়ে তোর শুধু আমি সেথায় যে মোর ঘর খানা
ডুবব যে আজ তোর গভীরে শুনব না কোনো মানা।
No comments:
Post a Comment