কথা ছিল স্বপ্নের অভিসারের স্ফুরিত গড়লে
ভিজবো একসাথে
এরপর চাঁদ ডুবে গেলে অদ্ভুত এক
জীবনানন্দীয় অন্ধকারে
আলো খুঁজবো পারস্পরিক আলিঙ্গনে, বিষাদ
প্রহর যবনিকায়।
শাড়ির ভাঁজে লুকানো উন্মাদনায় অস্ফুট
বিবহল সুখ নিয়ে
হেঁটে চলো অবিরাম অদেখা সময়ের খেয়ালী
চলিষ্ণুতায়
পথে পথে খুঁজে পাবে পরিচিত এক ছায়া, হাঁটছে-ভালোবেসে।
No comments:
Post a Comment