বড্ড এক
অসমাপ্ততায় গল্প জমে অনর্গল
খেয়ালী বোহেমিয়ান ভাবনারা ছুটন্ত সতত
যেন মহাকালের বক্ষ ফুঁড়ে ছিনিয়ে নেয়া তুমি
এরপর গল্প গড়ি প্রেমের, যার সমাপ্তি নেই।
মাঝে মাঝে আকাশটাকেও আবদ্ধ লাগে
তোমার অপারিত প্রসারিত বুকের বিশালতায়
আমার এক অর্বাচীন প্রশান্ত নীলে অবগাহন।
শোভিত ফুলেল বৈকুন্ঠ পাই তোমার আলিঙ্গনে,
হাসছ তুমি? বাড়িয়ে বলছি না এক রত্তি!
ওই গভীর চোখের কালো গভীরতায় খুঁজে পাই
অপার আশ্রয় এক, গ্লানিহীন প্রেমের ইশারা।
এরপর শব্দরা বিন্যস্ত হয় চঞ্চল ভাবনার স্পর্ধায়
বিষন্ন সব রাত্রি মুহুর্তেই ঈপ্সিত প্রেমের মশারী।
তুমিও জীবনানন্দের সুরঞ্জনা বনে যাও তখন।
খেয়ালী বোহেমিয়ান ভাবনারা ছুটন্ত সতত
যেন মহাকালের বক্ষ ফুঁড়ে ছিনিয়ে নেয়া তুমি
এরপর গল্প গড়ি প্রেমের, যার সমাপ্তি নেই।
মাঝে মাঝে আকাশটাকেও আবদ্ধ লাগে
তোমার অপারিত প্রসারিত বুকের বিশালতায়
আমার এক অর্বাচীন প্রশান্ত নীলে অবগাহন।
শোভিত ফুলেল বৈকুন্ঠ পাই তোমার আলিঙ্গনে,
হাসছ তুমি? বাড়িয়ে বলছি না এক রত্তি!
ওই গভীর চোখের কালো গভীরতায় খুঁজে পাই
অপার আশ্রয় এক, গ্লানিহীন প্রেমের ইশারা।
এরপর শব্দরা বিন্যস্ত হয় চঞ্চল ভাবনার স্পর্ধায়
বিষন্ন সব রাত্রি মুহুর্তেই ঈপ্সিত প্রেমের মশারী।
তুমিও জীবনানন্দের সুরঞ্জনা বনে যাও তখন।
No comments:
Post a Comment