Thursday, February 14, 2019

তুমি


অদেখা রাত্রির ধুম্র অন্ধকারে ছায়াহীন রই একাকী
পরম বিস্ময় এক, দিনাবসানে ঘুমঘোর ছিঁড়ে নির্ঘুম
জানি ঠিক খানিক পরেই বসন্তের আলোড়িত কুহক
বিষণ্ণ মন্থরতায় গতি এনে ভোরটা হবে ঈপ্সিত এক।
অস্ফুট এক চুমুর আকুতি দ্বিধা গড়ে সলিলয়েডে
অথচ বাসন্তী ভোরে কিংবা একাকী অন্ধকারের নির্জনে
তোমার লাল ঠোঁট জানি আমার চুমুর প্রতীক্ষায়।
তোমার নিশ্বাসের সজীবতাই আমার চির কাংখিত বসন্ত
তোমার উচ্ছ্বাসিত অনুরাগই আমার আগুন লাগা ফাগুন।
সহসা বিষাদে দগ্ধ হলে বরষাতেও আমার রুদ্র অনল।
প্রতীক্ষিত রাত্রির পর ভোর হলে তোমার কণ্ঠস্বর
অপার সুখের স্নিগ্ধ হেমে ভুলে যাই নিকষ রাত্রির একাকিত্ব।

No comments:

Post a Comment